শিল্প দূর্ঘটনা বিমা। (ইন্ডাস্ট্রিয়াল অ্যাকসিডেন্ট ইলে)
বিমাৰ প্ৰয়ােগ
- অন্তত ১জন শ্রমিক আছে এমন ব্যবসা বা কোম্পানি।
- শিল্প দূর্ঘটনা বিমা, চাকরি বিমা : ২কোটি উয়ন এর বেশি মূল্যের নির্মাণ কাজ (ব্যাতিক্রম : কৃষি,বনায়নম ফিশারি, গার্হস্থ্য সেবা শিল্পে
চাকরি বিমা (এমপমেন্ট ইস্যুরেন্স)
যে সে কোম্পানি বা ব্যবসায় ৪জনের কম শ্রমিক আছে সেখানে প্রযােজ্য নয়)
স্বাস্থ্য বিমা(হেলথ ইন্স্যুরেন্স)
বিমাৰ প্ৰয়ােগ জাতীয় স্বাস্থ্যবিমা আইন অনুযায়ী বাধ্যতামূলক প্রয়ােগ
বিমার প্রয়ােগ যে সব দেশে কোরিয়ান নাগরিকদের উপর এ বিমা প্রয়ােগ হয় সে সব দেশের শ্রমিকের উপর কোরিয়ায় এ বিমা প্রয়ােগ হবে। যেসব দেশের শ্রমিকের উপর বর্মানে জাতীয় প্যনিৰ্শনবিমা প্রয়ােগ হচ্ছে – বাধ্যতামূলক : ইন্দোনেশিয়া, ফিলিফিন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড – ক্রয় থেকে অব্যাহতি পেতে পারে এমন দেশ (স্বদেশে ক্রয় করে থাকলে কোরিয়ায় অব্যাহতি) : চীন, মঙ্গোলিয়া, উজবেকিস্তান। স্বদেশে
জাতীয় প্যানশন (ন্যাশনাল। প্যানিশন)
- বিমা ক্রয় করা হয়েছে এমন প্রমানপত্র ফাত এর মাধ্যমে ন্যাশনাল প্যানশন কর্পোরেশনে পাঠিয়ে ক্রয় অব্যাহতির আবেদন করতে হবে।
- অপ্রযােজ্য দেশ : ভিয়েতনাম, কম্বােডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মিয়ানমা। বিমা ক্রয়কারীকে বা মৃত্যুবরণকারীর পরিবারকে পেনশন প্রদান – যারা এ বিমা ক্রয় করেছে তাদের জন্য প্রযােজ্য