এমপয়মেন্ট ট্রেনিং সম্পন্ন
বিদেশি শ্রমিক কোরিয়ায় প্রবেশের পর এমপরমেন্ট ট্রেনিং সেন্টার পরিচালিত ট্রেনিং-এ অবশ্যই অংশগ্রহন করতে হবে।
মেডিক্যাল চেকআপ
- বিদেশি শ্রমিক এমপমেন্ট ট্রেনিং সেন্টারে মেডিক্যাল চেকআপ করাতে হবে।
- মেডিক্যাল চেকআপ-এ উনুত্তীর্ণ শ্রমিককে দ্বিতীয়বার আরাে সুক্ষ্ম চেকআপ করা হবে, তাতেও উত্তীর্ণ হলে স্বদেশে প্রত্যাবর্ত করতে হবে।
ইপিএস এর প্রধান ৪বিমা ক্রয়
- বিদেশি শ্রমিক এমপরমেন্ট ট্রেনিং সেন্টারে অবস্থানকালে ইপিএস’র বাধ্যতামূলক বিমা পলিসির চুক্তিপত্র সম্পাদন করতে হবে ।(রিটার্ন কস্ট ইস্যুরেন্স, ক্যাজুয়ালটি ইন্স্যুরেন্স)
– রিটার্ন কস্ট ইস্যুরেন্স হল স্বদেশ প্রত্যাবর্তন করতে প্রয়ােজনীয় খরচ(বিমানের টিকেট)নির্বাহের জন্য।
– ক্যাজুয়ালটি ইস্যুরেন্স হল কোম্পানির কাজের সাথে সম্পর্ক নাই এমন দূর্ঘটনা ও রােগের ক্ষতিপূরনের জন্য ।
শ্ৰচুক্তি নবায়ন ও ভিসার মেয়াদ বাড়ানাে
- শ্রমচুক্তি মেয়াদ শেষ হলে চুক্তি নবায়ন করতে হবে। এবং শ্রমচুক্তি নবায়নের পর আঞ্চলিক ইমিগ্রেশন অফিসে আবেদন করে ভিসার মেয়াদ বাড়াতে হবে।
কোম্পানি পরিবর্তন
- বিদেশি শ্রমিক কোরিয়ায় প্রবেশের পুর্বে যে কোম্পানির সাথে শ্রমচুক্তি সম্পাদন করেছিল সেখানেই কাজ শুরু করতে হবে।
- বৈধ কারন ব্যাতিত প্রথম কোম্পানি ত্যাগ করে অন্য কোথাও কাজ করা যাবে না।
- কোম্পানি পরিবর্তনের সুযােগ সীমাবদ্ধ।