নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা গ্রহণকারী
নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষার উদ্দেশ্য
– 1জন চালকের শারীরিক ও মানসিক ঘাটতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর 1জন 1ম শ্রেণীর ড্রাইভিং লাইসেন্সধারী ড্রাইভারকে নিরাপদ ড্রাইভিংয়ের জন্য দক্ষতা যাচাই পরীক্ষায় অংশ নিতে হবে। নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষায় অংশ নিয়ে যারা উত্তীর্ণ হবে শুধু তারাই বৈধভাবে ড্রাইভিং করতে পারবে।
নিয়মিতদক্ষতাযাচাইপরীক্ষা’রডেটলাইন |
– 1মবার: ড্রাইভিংলাইসেন্সপরীক্ষাপাসের 10মবছরের 1 জানুয়ারিথেকে 31 ডিসেম্বরেরমধ্যে (অথবাপরীক্ষাপাসেরসময়ে 65 বাতারচেবেশী এবং 75 বছরের কম বয়সেরক্ষেত্রেওইপরীক্ষাপাসের 5মবছরে;তৃতীয় বছরে পরীক্ষার্থী পাসের সময় বয়স 75 বছর বা তার বেশি থাকলে;অথবাসাধারণযানেরজন্য 1মশ্রেণীরলাইসেন্সপেয়েছেনএমনএকচোখঅন্ধব্যক্তিরক্ষেত্রে 3য়বছরে)(সড়কযানচলাচলআইনেরধারা 87 (1)-1)
অনুবর্তীদের- জন্য: পূর্ববর্তীড্রাইভিংলাইসেন্সনবায়নের 10মবছরের 1 জানুয়ারিথেকে 31 ডিসেম্বরেরমধ্যে (অথবাপরীক্ষাপাসেরসময়ে 65 বাতারচেবেশী এবং 75 বছরের কমবয়সীদেরক্ষেত্রেওইপরীক্ষাপাসের 5মবছরে;তৃতীয় বছরে পরীক্ষার্থী পাসের সময় বয়স 75 বছর বা তার বেশি থাকলে;অথবাসাধারণযানেরজন্য 1মশ্রেণীরলাইসেন্সপেয়েছেনএমনএকচোখঅন্ধব্যক্তিরক্ষেত্রে 3য়বছরে)(সড়কযানচলাচলআইনেরধারা 87 (1)-2)
-নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা স্থগিত হওয়ার পর যে পদক্ষেপ গ্রহণ করতে হবে: এমন কোন ব্যক্তি যার ড্রাইভিং লাইসেন্স নবায়নের মেয়াদ স্থগিত হয়েছে, তাকে ওই স্থগিতের কারণ বা ঘটনা নিরসনের তারিখ থেকে 3 মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হবে। (সড়ক যান চলাচল আইন বলবৎ ডিক্রির ধারা 55 (3)) |
যেসবডকুমেন্টদাখিলকরতেহবে (সড়কযানচলাচলআইনবলবৎডিক্রিরধারা54, সড়কযানচলাচলআইনবলবৎবিধিরধারা82)
|
(1) নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা আবেদন ফর্ম
(2) পরিচয় পত্র প্রদান
(3) 2টি আইডি ফটোগ্রাফ
(4) শুধু 1ম শ্রেণীর বৃহৎ/বিশেষ/ছোট যানের ড্রাইভিং লাইসেন্সধারীদের ক্ষেত্রে রোগের ইতিহাস সম্পর্কিত রিপোর্টের প্রয়োজন হবে
(5) কোন 1ম শ্রেণীর নিয়মিত ড্রাইভিং লাইসেন্স বা 2য় শ্রেণীর ড্রাইভিং লাইসেন্সধারীদের ক্ষেত্রে অসুস্থতা বা শারীরিক পরীক্ষার রিপোর্ট প্রয়োজন হবে।
(6) ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার জন্য আবেদন করার পূর্বের দু’বছরের মধ্যে ইস্যু করা, সড়ক যান চলাচল আইন বলবৎ ডিক্রির ধারা 45 (1) অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স-সংশ্লিষ্ট দক্ষতার তথ্য রয়েছে এমন নিম্নলিখিত দলিলগুলোর যে কোনটি (চিকিৎসা সেবা আইনের অধীনে কেবলমাত্র 1জন ডাক্তারের করা পরীক্ষার ক্ষেত্রে, 1ম শ্রেণীর সাধারণ গাড়ির ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার জন্য এক চোখ অন্ধ কোন ব্যক্তি আবেদন করলে 17 ধারা প্রযোজ্য হবে)।√ চিকিৎসা সেবা আইনের ধারা 3 (2)-1 “ক” এবং 3 “ক” ও “খ” অনুযায়ী কোন ক্লিনিক বা হাসপাতাল শারীরিক পরীক্ষার রিপোর্ট দিয়ে থাকে √ জাতীয় স্বাস্থ্যবীমা আইনের ধারা 52 অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট√ চিকিৎসা সেবা আইনের ধারা 17 অনুযায়ী কোন চিকিৎসক কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট √ মিলিটারি সার্ভিস অ্যাক্টের 11 নং ধারার অধীনে সামরিক সেবা সংক্রান্ত শারীরিক পরীক্ষার (এ্যাকটিভ ডিউটি সার্ভিসের জন্য স্বেচ্ছাসেবকদের শারীরিক পরীক্ষাসহ) ফলাফলের 1টি নোটিস |
নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষার আওতায় থাকবেন এমন কোন ব্যক্তি
– (70 বছর বা তারচেয়ে বেশি বয়সী কারো ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার প্রয়োজন হলে) 1ম শ্রেণীর ড্রাইভিং লাইসেন্স অথবা 2য় শ্রেণীর ড্রাইভিং লাইসেন্সধারী এমন কোন ব্যক্তিকে নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা মেয়াদের মধ্যে উপরোক্ত ডকুমেন্টগুলো সড়ক যান চলাচল কর্তৃপক্ষের কাছে অবশ্যই দাখিল করতে হবে। (সড়ক যান চলাচল আইনের ধারা 87 (2); সড়ক যান চলাচল আইন বলবৎ ডিক্রির ধারা 53 (1), (2); সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধির ধারা 82 (1), (2))
নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা স্থগিতকরণ
নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা কিভাবে স্থগিত করা হয়
– আপনার নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষার সময় হয়ে গেলেও আপনি যদি নিম্নলিখিত যেকোনো 1টি কারণে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হন তাহলে আপনি নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণের তারিখের ডেডলাইনের পূর্বেই সড়ক যান চলাচল কর্তৃপক্ষের কাছে 1টি নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা ফর্ম দাখিল করতে পারেন, অথবা কোনো আইডিসহ (আপনি বিদেশে থাকার কারণে যদি মূল কপি জমা দিতে অপারগ হন তাহলে অনুলিপি গ্রহণ করা হবে) নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা স্থগিত করার যুক্তিসঙ্গত কারণ-সম্বলিত ডকুমেন্টসহ সড়ক যান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করে পরীক্ষা স্থগিত করতে পারেন। (সড়ক যান চলাচল আইনের ধারা 87 (4); সড়ক যান চলাচল আইন বলবৎ ডিক্রির ধারা 55 (1); সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধির ধারা 83 (1) মূল অংশ)
· যখন আপনি বিদেশে থাকেন;
· যখন আপনি কোন রোগে ভুগছেন বা দুর্যোগে পতিত হয়েছেন;
· যখন অসুস্থতা বা আঘাতের কারণে আপনি নড়াচড়ায় অক্ষম;
· যখন আইনের দ্বারা আপনার গতিবিধি নিয়ন্ত্রিত
· যখন আপনি মিলিটারি সার্ভিসে রয়েছেন অথবা এমন অন্যান্য যৌক্তিক কারণ যেগুলো সামাজিক মানদণ্ডে অনিবার্য হিসেবে সাধারণভাবে গ্রহণযোগ্য।
· অথবা সামাজিক রীতিনীতি অনুযায়ী স্বীকৃত এমন অন্যান্য কারণ।
পরীক্ষা স্থগিত করেছেন এমন কোন ব্যক্তির নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা গ্রহণ
– আপনার নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা স্থগিত হয়ে থাকলে, স্থগিতাবস্থা অবসানের 3 মাসের মধ্যে আপনাকে এই পরীক্ষায় অংশ নিতে হবে। (সড়ক যান চলাচল আইন বলবৎ ডিক্রির ধারা 55 (3))
আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন
উদ্দেশ্য এবং সময়সূচি
– আপনি 1জন বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী কিনা তা যাচাই করার জন্য আপনাকে অবশ্যই লাইসেন্স প্রাপ্তির প্রতি 10 বছর (ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা পাসের সময় সেই ব্যক্তি যদি 65 বছর বা তারচেয়ে বেশি এবং 75 বছরের কম বয়সী হন তাহলে পাঁচ বছর; পরীক্ষা পাসের সময় 75 বছর বা তারচেয়ে বেশি বয়সী হলে তাহলে তিন বছর; যদি ব্যক্তিটির শুধুমাত্র একটি চোখ অন্ধ হয় এবং একটি লেভেল 1 রেগুলার লাইসেন্স থাকে তবে তিন বছর) আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হবে। (সড়ক যান চলাচল আইনের ধারা 87 (1))
ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন
ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন জমা দান
– আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় আপনাকে জেলা পুলিশ এজেন্সি কমিশনারের কাছে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই জমা দিতে হবে। (সড়ক যান চলাচল আইনের ধারা 87 (1); সড়ক যান চলাচল আইনের বলবৎ ডিক্রির ধারা 53; সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধির ধারা 81)
নবায়নেরমেয়াদ |
1ম বার: ড্রাইভিং- লাইসেন্স পরীক্ষা পাসের 10ম বছরের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বরের মধ্যে (অথবা পরীক্ষা পাসের সময়ে 65 বা তারচেয়ে বেশী এবং 75 বছরের কম বয়সীদের ক্ষেত্রে ওই পরীক্ষা পাসের 5ম বছরে; পরীক্ষা পাসের সময় 75 বা তারচে বেশি বয়স থাকলে তিন বছর; সাধারণ যানের জন্য 1ম শ্রেণীর লাইসেন্স পেয়েছেন এমন একচোখ অন্ধ ব্যক্তির ক্ষেত্রে 3য় বছরে)(সড়ক যান চলাচল আইনের ধারা 87 (1)-1)
অনুবর্তীদের- জন্য: পূর্ববর্তী ড্রাইভিং লাইসেন্স নবায়নের 10ম বছরের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বরের মধ্যে (অথবা পরীক্ষা পাসের সময়ে 65 বা তারচে বেশী এবং 75 বছরের কম বয়সীদের ক্ষেত্রে ওই পরীক্ষা পাসের 5ম বছরে; পরীক্ষা পাসের সময় 75 বা তারচে বেশি বয়স থাকলে তিন বছর; সাধারণ যানের জন্য 1ম শ্রেণীর লাইসেন্স পেয়েছেন এমন একচোখ অন্ধ ব্যক্তির ক্ষেত্রে 3য় বছরে)(সড়ক যান চলাচল আইনের ধারা 87 (1) 2)
-নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা স্থগিত হওয়ার পর যে পদক্ষেপ গ্রহণ করতে হবে: এমন কোন ব্যক্তি যার ড্রাইভিং লাইসেন্স নবায়নের মেয়াদ স্থগিত হয়েছে, তাকে ওই স্থগিতের কারণ বা ঘটনা নিরসনের তারিখ থেকে 3 মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হবে। |
যেসবডকুমেন্টজমাদিতেহবে (সড়কযানচলাচলবলবৎবিধিরধারা81)
|
(1)ড্রাইভিংলাইসেন্সনবায়নেরআবেদনফর্ম (সড়কযানচলাচলবলবৎবিধিতেসংযুক্ত59নংফর্ম)
(2)পরিচয়পত্র প্রদান
(3)1টিআইডিফটোগ্রাফ
※ যখন বিদেশী বা বিদেশে থাকা কোরিয়ান আবেদনকারী কোরিয়া প্রজাতন্ত্রে তার বাসস্থানের তথ্য যাচাইয়ের বিষয়ে সম্মত নন, সেক্ষেত্রে ইলেকট্রনিক সরকারী আইনের ধারা 36 অনুযায়ী প্রশাসনিক তথ্যের যৌথ ব্যবহারের মাধ্যমে বিদেশী নিবন্ধের প্রমাণের বাইরে, বা কোরিয়া প্রজাতন্ত্রের তার বাসস্থান সম্পর্কিত তথ্য, স্থানীয় আবাসনের প্রতিবেদনের প্রমাণের বাইরে, তাকে সংশ্লিষ্ট তথ্য জমা দিতে হবে।
※ নবায়নকৃত ড্রাইভার লাইসেন্স পাওয়ার পর আপনাকে পুরনো লাইসেন্সটি অবশ্যই ফেরত দিতে হবে |
ড্রাইভিং লাইসেন্স পাওয়ার করার পর কারো শারীরিক প্রতিবন্ধকতা তৈরি হলে তাকে যেসব পদক্ষেপ গ্রহণ করতে হবে
এলোমেলো দক্ষতা যাচাই পরীক্ষা এবং গ্রহণকারী
এলোমেলো দক্ষতা যাচাই পরীক্ষার উদ্দেশ্য
-1ম শ্রেণী বা 2য় শ্রেণীর ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর কেউ যদি কোন পোস্টন্যাটাল অক্ষমতার শিকার হন যা নিরাপদ মটরযান চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে তাকে সড়ক যান চলাচল কর্তৃপক্ষের কাছে 1টি অনিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষায় অংশ নিতে হবে।
এলোমেলো দক্ষতা যাচাই পরীক্ষা গ্রহণকারী
-1ম শ্রেণী বা 2য় শ্রেণীর ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন এমন কেউ (আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন এমন ব্যক্তিসহ) যদি এমন কোন পোস্টন্যাটাল অক্ষমতার শিকার হন যা নিরাপদ মটরযান চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে তাকে সড়ক যান চলাচল কর্তৃপক্ষের কাছে একটি অনিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষায় অংশ নিতে হবে। (সড়ক যান চলাচল আইনের ধারা 88 (1))
– আপনি যদি নিম্নলিখিত কোন শ্রেণীভুক্ত হন তাহলে আপনাকে যদৃ্চ্ছ দক্ষতা যাচাই পরীক্ষায় অংশ নিতে হবে। (সড়ক যান চলাচল আইনের ধারা 88 (2); সড়ক যান চলাচল আইনের বলবৎ ডিক্রির ধারা 56 (1))
· আপনি যদি নিম্নলিখিত কোন শ্রেণীভুক্ত হন অথবা এমন বিশ্বাস করার যথেষ্ঠ কোন কারণ থাকে যে আপনি এমন কোন শারীরিক অক্ষমতার শিকার যা নিরাপদ ড্রাইভিংয়ের জন্য বাধা, তাহলে আপনার 1টি যদৃ্চ্ছ দক্ষতা যাচাই পরীক্ষা গ্রহণ প্রয়োজন হবে।
(1) মানসিক ব্যাধি বা মানসিক বিকাশ ব্যাহত করে যেমন: ডিমনেশিয়া, সিজোফ্রেনিয়া, সিজোটাইপাল পারসনালিটি ডিজঅর্ডার, বাইপোলার এ্যাফেক্টিভ ডিজঅর্ডার, বা ডিপ্রেসিভ ডিজঅর্ডার; অন্যান্য বৈকল্য যা নিরাপদ ড্রাভিংয়ের সামর্থ্য বিনষ্ট করে বলে চিকিৎসাগতভাবে নিরূপন করা হয়েছে, যেমন মৃগী রোগ। (সড়ক যান চলাচল আইনের ধারা 82 (1)-2; সড়ক যান চলাচল আইনের বলবৎ ডিক্রির ধারা 42 (1))
(2)বধির (বৃহৎ যানের জন্য 1ম শ্রেণী বা বিশেষ লাইসেন্সের ক্ষেত্রে), অন্ধ (একচোখ অন্ধ এমন কারো – বৃহৎ যানের জন্য 1ম শ্রেণী বা বিশেষ লাইসেন্সের ক্ষেত্রে), পা, মাথা, পিঠ, ইত্যাদিতে সমস্যার কারণে কেউ বসতে অক্ষম, তবে শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে তৈরি কোন যান সাধারণভাবে চালাতে সক্ষম এমন কেউ নয়। (সড়ক যান চলাচল আইনের ধারা 82 (1)-3; সড়ক যান চলাচল আইনের বলবৎ ডিক্রির ধারা 42-(2))
(3) দুই বাহুর কনুইয়ের জয়েন্টে সমস্যা; দুই বাহু পুরোপুরি অকেজো। তবে ড্রাইভারের বিশেষ কোন শারীরিক প্রতিবন্ধকতার উপযোগী করে ডিজাইন করা ও অনুমোদিত কোন যান স্বাভাবিকভাবে ড্রাইভ করতে সক্ষম এমন কারো ক্ষেত্রে ব্যতিক্রম করা যেতে পারে। (সড়ক যান চলাচল আইনের ধারা 82 (1)-4)
(4)নারকটিক, মারিজুয়ানা, সাইকোটোমিমেটিক এজেন্ট বা এ্যালকোহলজনিত প্রতিবন্ধকতার কারণে যাদেরকে স্বাভাবিক ড্রাইভিংয়ে অক্ষম বলে কোন ডাক্তার মনে করেন (সড়ক যান চলাচল আইনের ধারা 82 (1)-5; সড়ক যান চলাচল আইনের বলবৎ ডিক্রির ধারা 42 (3))
(5)কমিশনার জেনারেল অব মিলিটারি ম্যানপাওয়ার এডমিনিস্ট্রেশন, মিনিস্টার অব হেলথ এন্ড ওয়েলফেয়ার, মেয়র বা গভর্নর, চিফ অব দ্যা জেনারেল স্টাফ, কোরিয়া ওয়ার্কার্স কমপেনসশন এন্ড ওয়েলফেয়ার সার্ভিসের প্রেসিডেন্ট, কোন ইন্সুরেন্স রেট ক্যালকুলেটিং-এর দায়িত্বে থাকা পরিচালক, বা কোঅপারেটিভ-এর চেয়ারম্যান, মেডিকেল ট্রিটমেন্ট এন্ড কাস্টোডি ফ্যাসিলিটির প্রধান, ন্যাশনাল পেনশন সার্ভিসের চেয়ারম্যান, ন্যাশনাল হেলথ ইন্সুরেন্স সার্ভিসের চেয়ারম্যানের কাছে যদি কোন সুনির্দিষ্ট ড্রাইভারের শারীরিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বলে তার ব্যক্তিগত রিপোর্টে উল্লেখ করা হয়। (সড়ক যান চলাচল আইনের ধারা 89(1); সড়ক যান চলাচল আইনের বলবৎ ডিক্রির ধারা 56 (1)-2 ও 58 (1))
এলোমেলো দক্ষতা যাচাই পরীক্ষার পদ্ধতি
এলোমেলো দক্ষতা যাচাই পরীক্ষার নোটিফিকেশন
– আপনার এলোমেলো দক্ষতা যাচাই পরীক্ষার সময় হলে ওই পরীক্ষা গ্রহণের তারিখের 20 দিন আগে আপনি এলোমেলো দক্ষতা যাচাই পরীক্ষাসংশ্লিষ্ট 1টি মেইল পাবেন।(সড়ক যান চলাচল আইনের বলবৎ ডিক্রির ধারা 56 (2); সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধির ধারা 84 (1) এর মূলপাঠ)
– আপনি এলোমেলো দক্ষতা যাচাই পরীক্ষায় অকৃতকার্য অথবা পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হলে আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে। সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধিতে সংযুক্ত টেবিল 28-2)
এলোমেলো দক্ষতা যাচাই পরীক্ষার আবেদন
– আপনার যদি অনিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকে তাহলে রোড ট্র্যাফিক কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট তারিখের 3 মাসের মধ্যে সড়ক যান চলাচল কর্তৃপক্ষের কাছে নিম্নলিখিত এক্স-ডকুমেন্টগুলো সংযুক্ত করে 1টি অনিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষার আবেদনপত্র (সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধির ফর্ম 64) দাখিল করুন। আপনার যদি লেভেল 1 নিয়মিত ড্রাইভার লাইসেন্স অথবা লেভেল 2 ড্রাইভার লাইসেন্স থাকে তাহলে সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধির ফর্ম 65 ব্যবহার করুন। আপনার যদি আন্তর্জাতিক ড্রাইভার পারমিট থাকে তাহলে সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধির ফর্ম 74 ব্যবহার করুন এবং 1টি পরিচয়পত্র পেশ করুন। (সড়ক যান চলাচল আইন বলবৎ ধারা 56-(4); সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধির ধারা 84-(3) মূল অংশ)
· ড্রাইভিং লাইসেন্স
· 2টি আইডি ফটোগ্রাফ
· ড্রাইভিংলাইসেন্সেরপরীক্ষারজন্যআবেদনের 2 বছরেরমধ্যেইস্যুকরানিম্নোল্লিখিত যে কোন একটি ডকুমেন্ট (১ম শ্রেণির সাধারণ লাইসেন্স পাওয়া ব্যক্তি হিসেবে এক চোখ অন্ধ ব্যক্তির ক্ষেত্রে 「মেডিক্যাল আইন」 ধারা ১৭ অনুযায়ী ডাক্তার কর্তৃক ইস্যুকৃত মেডিকেল সার্টিফিকেট শুধু প্রযোজ্য)হিসেবে, পরীক্ষা করতে ইচ্ছুক দক্ষতা সম্পর্কিত বিষয়গুলো আছে এমনটি। (তবে,「ইলেক্ট্রনিক তথ্য আইন」 ধারা 36অনুযায়ী প্রশাসনিক তথ্য যৌথ ব্যবহারের মাধ্যমে চেক করা যায় এমন বিষয় নাও থাকতে পারে।)
√ কোন ক্লিনিক বা হাসপাতাল থেকে ইস্যু করা শারীরিক চেক-আপ রেজাল্ট√ জাতীয় স্বাস্থ্যবীমা আইনের ধারা 52-এ বর্ণিত 1টি শারীরিক চেক-আপ রেজাল্টের বিজ্ঞপ্তি
√ চিকিৎসা সেবা আইনের ধারা 17 অনুযায়ী কোন ডাক্তারের ইস্যু করা ডাগায়নসিস রিপোর্ট
√ মিলিটারি সার্ভিস এ্যাক্ট-এর ধারা 11 অনুযায়ী মিলিটারি-সার্ভিস সংশ্লিষ্ট শারীরিক পরীক্ষার ফলাফল সম্পর্কিত (এ্যাক্টিভ ডিউটি সার্ভিসের জন্য স্বেচ্ছাসেবীদের শারীরিক পরীক্ষাসহ) কোন বিজ্ঞাপ্তি
এলোমেলো দক্ষতা যাচাই পরীক্ষা স্থগিতকরণ
স্থগিতকরণের ভিত্তি
– অনিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও নিম্নলিখিত কারণে নির্ধারিত সময়ের মধ্যে আপনি যদি সেটিতে অংশগ্রহণ করতে না পারেন তাহলে, আপনার দক্ষতা যাচাই পরীক্ষাটি ডেডলাইনের পূর্বে অগ্রিম নেয়ার অনুরোধ জানিয়ে সড়ক যান চলাচল কর্তৃপক্ষের কাছে অনিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা আবেদনপত্র জমা দিতে পারেন, অথবা কোনো আইডিসহ (সড়ক যান চলাচল আইনের বলবৎ ধারা 57-(1); সড়ক যান চলাচল আইন বলবৎ বিধির ধারা 85-(1) মূল অংশ) নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা স্থগিত করার যুক্তিসঙ্গত কারণ-সম্বলিত ডকুমেন্টসহ সড়ক যান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করে পরীক্ষা স্থগিত করতে পারেন।
· যখনআপনিবিদেশেথাকেন;
· যখনআপনিকোনরোগেভুগছেনবাদুর্যোগেপতিতহন;
· যখনঅসুস্থতাবাআঘাতেরকারণেআপনিনড়াচড়ায়অক্ষম;
· আইনেরদ্বারাআপনারগতিবিধিনিয়ন্ত্রিতহলে
· আপনিযদিএ্যাকটিভমিলিটারিডিউটিতেথাকেনঅথবাসামাজিকমানদণ্ডেগ্রহণযোগ্যঅন্যান্যযৌক্তিককারণ।