৩: আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হতে হবে।

Spread the love

বয়সের শর্ত
ড্রাইভিং লাইসেন্সের ধরন অনুসারে বয়সের শর্ত
– বিভিন্ন ধরনের ড্রাইভিং লাইসেন্সের জন্য বয়সের শর্তাবলি নিচে দেখানো হল(সড়ক যান চলাচল আইনের ধারা 82 (1)-1, 6)
ড্রাইভিং লাইসেন্সের পর্যায় বয়সের শর্ত
পর্যায় 1 বৃহৎ

পর্যায় 1 বিশেষ

19 বা তার চেয়ে বেশি বয়সী, এবং অন্তত 1 বছর ধরে যার 1ম বা 2য় পর্যায়ের নিয়মিত ড্রাইভিং লাইসেন্স আছে
পর্যায় 1 নিয়মিত

পর্যায় 2 নিয়মিত

পর্যায় 2 ছোট

18 বা তার বেশি বয়সী
পর্যায় 2

মোটর সাইকেল

16 বা তার বেশি বয়সী
ড্রাইভিংলাইসেন্সপাওয়ারক্ষেত্রেঅযোগ্যতা
শারীরিকপ্রতিবন্ধিতারকারণেঅযোগ্যতা
– আপনার যদি এমন কোন শারীরিক বা মানসিক প্রতিবন্ধিতা থাকে যা নিরাপদে গাড়ি চালানোর ক্ষেত্রে বাধার সৃষ্টি করে তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য হবেন না। (সড়ক যান চলাচল আইনের ধারা 82 (1)-2~5; সড়ক যান চলাচল আইনের প্রয়োগ ডিক্রির 42 ধারা)
শ্রেণিবিভাগ অযোগ্যতার মানদণ্ড
1 কোনো মেডিকেল বিশেষজ্ঞ রায় দেন যে চালক সঠিকভাবে গাড়ি চালাতে পারবেন না কারণ তার মানসিক অসুস্থতা রয়েছে, যেমন- ডিমেনশিয়া, সিজোফ্রেনিয়া, স্কিজোএফেক্টিভ ডিসঅর্ডার, বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডার (ম্যানিক- রিকারেন্ট ডিপ্রেসিভ ডিজঅর্ডার, ওলিগোফ্রেনিয়া, এপিলেপ্সি ইত্যাদি।
2 শ্রবণজনিত সমস্যা (শুধুমাত্র পূর্ণ- ও বিশেষ যানবাহনের জন্য ফার্স্ট- লাইসেন্সের জন্য), দৃষ্টিজনিত সমস্যা (শুধুমাত্র পূর্ণ- ও বিশেষ যানবাহনের জন্য ফার্স্ট- লাইসেন্সের জন্য, যদি একটি চোখ দৃশ্যমান থাকে) বা শারীরিক সমস্যায় আক্রান্ত চালক যেমন- পা, মাথা , মেরুদণ্ড বা শরীরের অন্যান্য অংশ, যার ফলে ড্রাইভিং হুইলের পিছনে বসে থাকা অসম্ভব হয়ে পড়ে। তবে, শারীরিক সমস্যায় আক্রান্ত যেসকল চালক কাস্টমাইজড ও অনুমোদিত গাড়ি যথাযথভাবে চালাতে পারেন তাদের জন্য এটি প্রযোজ্য নয়।
3 যেসকল চালকের উভয় কনুইয়ের জোড়ায় সমস্যা রয়েছে বা উভয় হাত একবারেই ব্যবহার করতে পারেন না। তবে, শারীরিক সমস্যায় আক্রান্ত যেসকল চালক কাস্টমাইজড ও অনুমোদিত গাড়ি যথাযথভাবে চালাতে পারেন তাদের জন্য এটি প্রযোজ্য নয়।

উপযুক্ত গাড়ি চালনার জন্য চালক তার শারীরিক অবস্থা অনুযায়ী শুধুমাত্র কাস্টমাইজড গাড়ি চালাতে বাধ্য হতে পারে। তবে, যদি ইতোমধ্যে চালকের শারীরিক অবস্থা অনুযায়ী তার নিজস্ব একটি গাড়ি থাকে তাহলে এই নিয়ম প্রযোজ্য নয় (রোড ট্র্যাফিক আইনের প্রয়োগ বিধি এর ধারা 54(2), ধারা 16 ও সংযুক্ত ছক 20)।

4 কোনো মেডিকেল বিশেষজ্ঞ রায় দেন যে চালক ঠিকভাবে গাড়ি চালাতে পারবেন না কারণ তিনি মাদক, মারিজুয়ানা, সাইকোট্রপিক ড্রাগে আসক্ত ও অ্যালকোহল- সমস্যায় আক্রান্ত।
ট্র্যাফিক আইন ভঙ্গের কারণে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা প্রদানের অযোগ্য হওয়া
– আপনি যদি সড়ক যান চলাচল আইনের কোন আইন ভঙ্গ করেন তাহলে আইনভঙ্গ করার বা লাইসেন্স বাতিল হওয়ার তারিখ থেকে নির্ধারিত সময়ের জন্য (অযোগ্যতার সময়কাল) আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য হবেন না। (সড়ক যান চলাচল আইনের ধারা 82 (2) ধারা)
শ্রেণীবিন্যাস লংঘন অযোগ্যতার মেয়াদ
(1) সড়ক পরিবহন আইনের অনুচ্ছেদ 43 বা 96(3) অমান্য করে মোটর গাড়ি, ইত্যাদি চালনা। এক বছর (বা যে দিন চালক মোটরসাইকেলের জন্য লাইসেন্স গ্রহণ করার ইচ্ছে প্রকাশ করবেন, সেদিন থেকে নিয়ে পরবর্তীত ছয় মাস এবং যে দিন অনুচ্ছেদ 46 লংঘন করা হবে, সেদিন থেকে নিয়ে পরবর্তী এক বছর) ( কোন চালকের লাইসেন্স স্থগিত থাকাকালে যদি তিনি আইন অমান্য করে গাড়ি চালান, তাহলে তার ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে): যে সকল ক্ষেত্রে চালক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ও অনুচ্ছেদ 54(1) অথবা (2) অনুসারে কোন ব্যক্তিকে নিহত বা আহত করার পরে তা জানাতে ব্যর্থ হবেন, সে সকল ক্ষেত্রে আইন লংঘন করার দিন থেকে নিয়ে পরবর্তী পাঁচ বছর।
(2) মোটর গাড়ি চালানোর সময় তিন বা তার চেয়ে অধিকবার অনুচ্ছেদ 43 বা 96 (3) লংঘন করা। আইন ভংগ করার দিন হতে নিয়ে পরবর্তী দুই বছর।
(3) কোন ব্যক্তিকে হত বা আহত করার পরে অনুচ্ছেদ 54(1) এবং (2) অনুসারে যথাযথ পদক্ষেপ অনুসরণ বা তা জানাতে ব্যর্থ হওয়া, যার ফলে অনুচ্ছেদ 44, 45, বা 46- এর লংঘন হয়। চালকের লাইসেন্স স্থগিত হওয়ার তারিখ হতে পরবর্তী পাঁচ বছর
(4) যদি কেউ কোন ব্যক্তিকে নিহত বা আহত করার পরে অনুচ্ছেদ 43 হতে 46- এ উল্লেখ করা নেই, এমন যে কোন কিছুর উপর ভিত্তি করে অনুচ্ছেদ 54(1) এবং (2) অনুসারে যথাযথ ব্যবস্থা নিতে বা তা সম্পর্কে জানাতে ব্যর্থ হয় চালকের লাইসেন্স বাতিল করার দিন হতে নিয়ে পরবর্তী চার বছর
(5) অনুচ্ছেদ 44(1) বা (2) (যার মধ্যে অনুচ্ছেদ 43 বা 96(3) যুগপৎভাবে লংঘন করাও অন্তর্ভুক্ত) লংঘন করে মদ্যপ অবস্থায় কোনো মোটরযান চালানোর সময় তিন বার বা তার অধিক সংখ্যকবার সড়ক দুর্ঘটনা ঘটানো। চালকের লাইসেন্স বাতিল হওয়ার পরবর্তী তিন বছর (যার মধ্যে অনুচ্ছেদ 43 বা 96 (3) যুগপৎভাবে লংঘন করাও অন্তর্ভুক্ত, যাতে এই লংঘনের তারিখ উল্লেখ থাকবে)
কোন মোটরযান, ইত্যাদি ব্যবহার করে ঘটানো যেকোনো ধরনের অপরাধ, অন্য কোনো ব্যক্তির মোটরযান, ইত্যাদি চুরি করা বা অন্য কোন ব্যক্তির কাছ থেকে তার মোটরযান, ইত্যাদি কেড়ে নেওয়া; মোটরযান চালনার সময় অনুচ্ছেদ 43 লঙ্ঘন করা আইন লংঘনের দিন হতে নিয়ে পরবর্তী তিন বছর।
(6) কমপক্ষে তিনবার সড়ক পরিবহন আইনের অনুচ্ছেদ 44(1) বা (2) লঙ্ঘন করা (যার মধ্যে অনুচ্ছেদ 43 বা 96(3) যুগপৎভাবে লঙ্ঘন করা অন্তর্ভুক্ত), বা কমপক্ষে দুইবার তার বেশি অনুচ্ছেদ 46 লঙ্ঘন করার (যার মধ্যে অনুচ্ছেদ 43 বা 96(3) যুগপৎভাবে লঙ্ঘন করা অন্তর্ভুক্ত) কারণে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা বা সড়ক পরিবহন আইনের অনুচ্ছেদ 93 (1)- এর উপ- অনুচ্ছেদ 8, 12 ও 13- এ নির্দিষ্ট করে বর্ণিত অন্য কোনো কারণে কোনো ড্রাইভিং লাইসেন্স বাতিল করা ড্রাইভিং লাইসেন্স বাতিল করার দিন হতে নিয়ে পরবর্তী দুই বছর (যেখানে অনুচ্ছেদ 43 বা 96(3) যুগপৎভাবে লঙ্ঘন করা হয়েছে, লংঘন করার দিন হতে)
(7) উপরে উল্লেখিত অভিযোগ ব্যতীত অন্য যে কোন কারণে চালকের লাইসেন্স বাতিল করা এক বছর (অথবা চালক যে দিন হতে লাইসেন্স গ্রহণের জন্য আবেদন করবে, সে সময় থেকে নিয়ে ছয় মাস আর অনুচ্ছেদ 46 অনুসারে লাইসেন্স বাতিল হওয়ার সময় থেকে নিয়ে এক বছর
(8) উক্ত চালককে তার লাইসেন্সের কার্যকারিতা স্থগিত করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে স্থগিত থাকাকালীন সময়ে কার্যকরী
※ তবে, উল্লিখিত সময়কালের ভেতরেও চালক তার লাইসেন্স পেতে পারেন যদি জরিমানার চেয়ে লঘু দণ্ড প্রাপ্ত হন, স্থগিতের চূড়ান্ত রায় পান বা কিশোর আইন এর ধারা 32 অনুসারে প্রতিরক্ষামূলক আচরণের জন্য বিচার করা হয়, (রোড ট্র্যাফিক আইন এর ধারা 82, (2) এর অনুবিধি)।
– চালক কোনো স্বাভাবিক সক্ষমতা (অ্যাপ্টিট্যুড) পরীক্ষায় অংশ না নেওয়া বা পাশ না করার কারণে লাইসেন্স বাতিল হয় অথবা- ফার্স্ট-ক্লাস লাইসেন্সধারী চালক স্বাভাবিক সক্ষমতা (অ্যাপ্টিট্যুড) পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে সেকেণ্ড-ক্লাস চালকের লাইসেন্সের জন্য একটি মেক-আপ পরীক্ষায় অংশ নিতে চান।(রোড ট্র্যাফিক আইন এর ধারা 82, (2) এবং ধারা 2 এর অনুবিধি)।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *