6: 산재보험 অক্ষমতা সুবিধার সংজ্ঞা ও নার্সিং সুবিধার সংজ্ঞা

Spread the love

অক্ষমতা সুবিধার সংজ্ঞা
অক্ষমতা সুবিধার সংজ্ঞা
– “অক্ষমতা সুবিধা” বলতে তাদের দায়িত্বের কারণে সৃষ্ট জখম বা রোগ সেরে ওঠার পর শারীরিক বিকলাঙ্গতা, ইত্যাদির শিকার কোন শ্রমিককে দেয়া বীমা ‍সুবিধাকে বুঝায় (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 57 (1))।
অক্ষমতা সুবিধার আবিশি্যক শর্ত
অক্ষমতা সুবিধার আবিশি্যক শর্ত
– দায়িত্বের কারণে সৃষ্ট জখম বা রোগ সেরে ওঠার পর শারীরিক বিকলাঙ্গতা, ইত্যাদির শিকার কোন শ্রমিককে অক্ষমতা সুবিধা দেয়া হয়। (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 57 (1))।
– “নিরাময়” বলতে জখম বা রোগ পুরোপুরি নিরাময় অবস্থায় পৌছানোকে বুঝায় অথবা এর উপসর্গ অপরিবর্তিত থাকার ফলে আর কোন চিকিৎসা প্রত্যাশা করা হবে না (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 5-এর উপঅনুচ্ছেদ 4)।
– “অক্ষমতা” বলতে এমন এক অবস্থা বুঝায় যেখানে কোন জখম বা রোগ নিরাময় হলেও মানসিক বা শারীরিক ক্ষতির কারণে কাজের ক্ষমতা নষ্ট বা খর্ব হয়েছে (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 5-এর উপঅনুচ্ছেদ 5)।
অক্ষমতা সুবিধা দাবি
অক্ষমতা সুবিধা দাবি
– পেশাগত দুর্ঘটরায় ভুগছেন এমন কোন শ্রমিক এককালীন অক্ষমতা ক্ষতিপূরণ বা নিরাময় লাভের পর কেউ অক্ষমতা ক্ষতিপূরণ বার্ষিক পেতে চাইলে তাকে অক্ষমতা সুবিধার জন্য কোরিয়া ওয়ার্কার্স কমপেনসেশন এন্ড ওয়েলফেয়ার সার্ভিস বরাবরে লিখিতভাবে অক্ষমতা সুবিধার জন্য দাবি জানাতে হবে, সেই সাথে তাদের অক্ষমতার অবস্থা সম্পর্কিত কাগজপত্র যেমন অক্ষমতা সার্টিফিকেট, রেডিওগ্রাফি রেজাল্ট, মেডিকেল রেকর্ড, ইত্যাদি সংযুক্ত করতে হবে [শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 36 (2), শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের বলবৎ ডিক্রির ধারা 21 (1) এর উপঅনুচ্ছেদ 2 এবং ক্ষতিপূরণ বিষয়ক প্রবিধানের ধারা 17 (1) এবং ফরম 11 ও 12]
অক্ষমতা গ্রেস বিষয়ে সিদ্ধান্ত
অক্ষমতা গ্রেস বিষয়ে সিদ্ধান্ত
– অক্ষমতা মানকে গ্রেড 1 থেকে গ্রেড 14 পর্যন্ত 14টি গ্রেডে ভাগ করা হয়েছে (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 57 (2) এবং শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের বলবৎ ডিক্রির ধারা 53 (1) ও সংযুক্ত সারণী 6)।
– 2 বা ততোধিক অক্ষমতা যদি অক্ষমতা গ্রেডের মান পূরণ করে তাহলে সংশ্লিষ্ট শ্রমিকের অক্ষমতা গ্রেড হবে অত্যন্ত গুরুতর অক্ষমতা। গ্রেড 13 বা তারচেয়ে ওপরের 2 বা ততোধিক অক্ষমতা, যা ভিন্ন ধরনের, তাহলে সংশ্লিষ্ট শ্রমিকের অক্ষমতা গ্রেড এডজাস্ট করা হবে (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের বলবৎ ডিক্রির ধারা 53 (2))।
অক্ষমতা সুবিধা পরিশোধ
অক্ষমতা সুবিধা পরিশোধ
– সুফলভোগী অক্ষমতা সারণীতে উল্লেখিত অক্ষমতা ক্ষতিপূরণ বার্ষিক বৃত্তি বা এককালীন অক্ষমতা ক্ষতিপূরণ সুবিধার যেকোন একটি অক্ষমতা সুবিধা পছন্দ করতে পারেন (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 57 (2), 57 (3)-এর মূলবাক্য ও সংযুক্ত সারণী 2)।
– পেশাগত জখম বা রোগের কারণে কোন ব্যক্তির শরীরের কোন নির্দিষ্ট অঙ্গে আগে থেকে বিদ্যমান অক্ষমতার অবনতি ঘটে তাহলে তাকে, সুবিধা পরিশোধের (বার্ষিক বৃত্তি) দাবি যে কারণে করা হচ্ছে সেই ঘটনা ঘটার সময়ের গড় মজুরিকে, যতসংখ্যক দিনের জন্য অবনতিশীল অক্ষমতা-সংশ্লিষ্ট এককালীন অক্ষমতা ক্ষতিপূরণ সুবিধা প্রদান করা হয়েছে (অক্ষমতা ক্ষতিপূরণ বার্ষিক বৃত্তি) সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তা থেকে বিদ্যমান অক্ষমতার জন্য যতদিন এককালীন অক্ষমতা ক্ষতিপূরণ সুবিধা (অক্ষমতা ক্ষতিপূরণ বার্ষিক বৃত্তি) পরিশোধ করা হয়েছে তত সংখ্যক দিন বিয়োগ করতে হবে (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের বলবৎ ডিক্রির ধারা 53 (4))।
– অক্ষমতা ক্ষতিপূরণ বর্ষিক বৃত্তির কোন সুফলভোগী, যার অক্ষমতা গ্রেড নিরাময়ের সময়েই নির্ধারণ করা হয়েছে যে তাদের অক্ষমতার অবস্থা অক্ষমতার উন্নতি বা অবনতির সঙ্গে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তাহলে কোরিয়া ওয়ার্কার্স কমপেনসেশন এন্ড ওয়েলফেয়ার সার্ভিস সুফলভোগীর অনুরোধ বা নিজের ক্ষমতাবলে তাদের অক্ষমতার গ্রেড পুননির্ধারণ করতে পারে এবং পরিবর্তিত অক্ষমতা গ্রেড অনুযায়ী অক্ষমতা সুবিধা পরিশোধ করবে (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 59 (1) ও (2)।
– যখন কোন অক্ষমতা ক্ষতিপূরণ বার্ষিক বৃত্তির সুফলভোগী বাড়তি চিকিৎসা সেবা গ্রহণের পর নিরাময় লাভ করেন এবং এরপর তাদের অক্ষমতার উন্নতি বা অবনতি ঘটলে অক্ষমতার সেই উন্নতি বা অবনতির সঙ্গে সঙ্গতি রেখে অক্ষমতা গ্রেড অনুযায়ী অক্ষমতা সুবিধা পরিশোধ করতে হবে। (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 60 (2)-এর পূর্ববর্তী অংশ)।
নার্সিং সুবিধার সংজ্ঞা
নার্সিং সুবিধার সংজ্ঞা
– চিকিৎসা সেবা সুবিধার সুফলভোগী যাদের নিরাময়ের পরও চিকিৎসাগতভাবে ক্রমাগত বা ঘনঘন নার্সিং সেবা গ্রহণ প্রয়োজন হয় এবং যারা আসলে নার্সিং সেবা গ্রহণ করছেন তাদেরকে শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ সুবিধা (এরপর থেকে “বীমা সুবিধা” উল্লেখ করা হবে) সম্পর্কিত “নার্সিং সুবিধা” প্রদাণ করা হয় (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 61 (1))।
※ “নিরাময়” বলতে জখম বা রোগ পুরোপুরি নিরাময় অবস্থায় পৌছানোকে বুঝায় অথবা এর উপসর্গ অপরিবর্তিত থাকার ফলে আর কোন চিকিৎসা প্রত্যাশা করা হবে না (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 5-এর উপঅনুচ্ছেদ 4)।
যারা নার্সিং সুবিধা পাওয়ার যোগ্য এবং পরিশোধের মান
যারা নার্সিং সুবিধা পাওয়ার যোগ্য
– নিম্নোক্ত ব্যক্তিরা নার্সিং সুবিধা পাওয়ার যোগ্য হবে (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 61 (2) এবং শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের বলবৎ ডিক্রির ধারা 59 (1) ও সংযুক্ত সারণী 7):
· স্থায়ী নার্সিং সুবিধা
1. এমন কোন ব্যক্তি যার অক্ষমতা গ্রেড 1-এর সঙ্গে সম্পর্কিত স্নায়ুতন্ত্র, মানসিক ক্ষমতা বা থোরাকোএবডমিনাল-এর বৈকল্য রয়েছে এবং তাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমে সর্বদা অন্য মানুষের নার্সিং সেবা প্রয়োজন হয়;
2. এমন কোন ব্যক্তি যার অক্ষমতা গ্রেড 1-এর সঙ্গে সম্পর্কিত 2 চোখ, 2 হাত বা দুই পা অক্ষম এবং দেহের অন্যকোন কোন অঙ্গের অক্ষমতা যার অক্ষমতা গ্রেড 7 বা ততোর্ধ, এবং তাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমে সর্বদা অন্য মানুষের নার্সিং সেবা প্রয়োজন হয়;
· অনিয়মিত নার্সিং সুবিধা
3. এমন কোন ব্যক্তি যার অক্ষমতা গ্রেড 2-এর সঙ্গে সম্পর্কিত স্নায়ুতন্ত্র, মানসিক ক্ষমতা বা থোরাকোএবডমিনাল-এর বৈকল্য রয়েছে এবং তাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমে ঘনঘন অন্য মানুষের নার্সিং সেবা প্রয়োজন হয়;
4. কোন ব্যক্তি যার অক্ষমতা গ্রেড 1 অক্ষমার সঙ্গে সম্পর্কিত (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের বলবৎ ডিক্রির ধারা 53 (2) অনযায়ী যখন তাদের অক্ষমতার গ্রেড পরিবর্তিত হয়ে গ্রেড-আই হয় সেসব ঘটনাসহ) এবং তাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমে ঘনঘন অন্য মানুষের নার্সিং সেবা প্রয়োজন হয়;
নার্সিং সুবিধা দাবি
নার্সিং সুবিধা দাবি
– নার্সিং সুবিধার দাবি জানাতে ইচ্ছুক কোনো ব্যক্তি নার্সিং সুবিধার জন্য কোরিয়া ওয়ার্কার্স কমপেনসেশন এন্ড ওয়েলফেয়ার সার্ভিস বরাবর 1টি লিখিত দাবি এবং কতটুকু মাত্রায় নার্সিং সেবা প্রয়োজন তার মূল্যায়ন সম্বলিত ডাক্তারের নোট নিম্নোক্ত বিষয়াবলী উল্লেখকারী নথির সাথে সংযুক্ত করে দাখিল করবে [শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বিমা আইনের ধারা 61 (2), শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বিমা আইনের বলবৎ ডিক্রির ধারা 59 (6), শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বিমা আইনের বলবৎ বিধির ধারা 50, এবং ক্ষতিপূরণ বিষয়ক প্রবিধানের ধারা 30 (1) ও ফরম 12-2 ও ফরম 12-3]।
1. নার্সিং স্থাপনা কিংবা নার্সিং সুবিধা যেখানে গ্রহণ করা হয় সেই স্থানের নাম এবং ঠিকানা
2. কেয়ারগিভারের নাম এবং আবাসিক নিবন্ধন নম্বর এবং বেনিফিট প্রাপকের সাথে তার সম্পর্ক (নার্সিং স্থাপনা থেকে যখন কোনো নার্সিং সেবা গ্রহণ করা হচ্ছে না শুধুমাত্র তখন)
3. নার্সিং সেবা পাওয়ার প্রকৃত সময়।
4. নার্সিং সেবার খরচ ও তা বিস্তারিত
নার্সিং সুবিধার অধিকার দবির এক্সটিংকটিভ প্রেসক্রিপশন
– নার্সিং সেবা গ্রহণের পর দিন থেকে 3 বছরের মধ্যে যদি নার্সিং সুবিধা দাবির অধিকার প্রয়োগ করা না হয়, তাহলে তা প্রেসক্রিপশন দ্বারা বাতিল হয়ে যাবে (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 112 (1)-এর উপঅনুচ্ছেদ 1)।
– কোন সুফলভোগী নার্সিং সুবিধার অনুরোধ জানিয়ে আবেদন করলে নার্সিং সুবিধা দাবির এক্সটিংকটিভ প্রেসক্রিপশনের অধিকারে বিঘ্ন ঘটবে। সেক্ষেত্রে, নার্সিং সুবিধার অনুরোধটি যদি প্রথম অনুরোধ হয় যার জন্য ঘটনাটি পেশাগত দুর্ঘটনা সংশ্লিষ্ট কিনা সে বিষয়ে একটি সিদ্ধান্তের প্রয়োজন হবে, তাহলে অনুরোধের ফলে প্রেসক্রিপশনের যে বিঘ্ন ঘটে তা অন্যান্য বীমা সুবিধাকেও প্রভাবিত করবে (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 113)।
নার্সিং সুবিধা পরিশোধ
নার্সিং সুবিধা পরিশোধ
– নার্সিং সুবিধা পাওয়ার উপযুক্ত কোন ব্যক্তি প্রকৃতপক্ষে যখন থেকে নার্সিং সেবা গ্রহণ করছেন সেই দিন থেকে নার্সিং সুবিধা পরিশোধ করা হবে (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 61 (2) এবং শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের বলবৎ ডিক্রির ধারা 59 (2))।
– নার্সিং সুবিধা হিসেবে প্রদান করা কোন অর্থ বা মূল্যবান বস্তুর ওপর রাষ্ট্র বা স্থানীয় সরকারের কোন পাবলিক চার্জ আরোপ করা যাবে না (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 91)।
নার্সিং সুবিধা পরিশোধের নির্ধারিত তারিখ ও অর্থের মানসম্মত পরিমাণ
– নার্সিং সুবিধা পরিশোধের সিদ্ধান্ত গ্রহণের 14 দিনের মধ্যে তা পরিশোধ করতে হবে (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 82(1))।
– পেশাদার পরিচর্যাকারীদের জন্য, ফুল-টাইম কেয়ারবেনিফিট পেমেন্টের পরিমাণ প্রতিদিন 44,760 উইন এবং অক্যাশনাল কেয়ার বেনিফিট পেমেন্টেরপরিমাণ প্রতিদিন 29,840 উয়ন.। পরিবারের সদস্য এবং অন্যান্য পরিচর্যাকারীদেরজন্য, নিয়মিত পরিচর্যা বেনিফিট পেমেন্টের আদর্শ পরিমাণ প্রতিদিন41,170 উয়ন । দিন স্ট্যান্ডার্ড পেমেন্ট পরিমাণ প্রতিদিন 27,450 উয়ন. ।「শিল্প দুর্ঘটনাক্ষতিপূরণ বীমা আইন」 অনুচ্ছেদ 61(2), 「শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনেরপ্রয়োগ ডিক্রি」 শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইন অনুযায়ী যত্নের সুবিধা প্রদানেরমান পরিমাণ)।59 (3) এবং 「শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের অধীনে যত্নের সুবিধার জন্য বেনিফিটের পরিমাণ」)।
– নার্সিং সুবিধা প্ওয়ার যোগ্য কোন ব্যক্তি যদি কোন বিনামূল্যের নার্সিং হোম, ইত্যদিতে থাকার কারণে কোন নার্সিং ব্যয় না করেন, অথবা মানসম্মত পরিমাণের চেয়ে কম খরচ করেন, তাহলে তিনি প্রকৃতপক্ষে যে পরিমাণ অর্থ খরচ করেছে নার্সিং সুবিধা হিসেবে তাকে ঠিক সেই পরিমাণ পরিশোধ করা হবে (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 61 (2) এবং শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের বলবৎ ডিক্রির ধারা 59 (4))।
– কোন নার্সিং সুবিধার সুফলভোগী যদি বাড়তি চিকিৎসা সেবা লাভ করে থাকেন, তাহলে ওই বাড়তি চিকিৎসা সেবা প্রদানের সময় কোন নার্সিং সুবিধা প্রদান করা হবে না (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 61 (2) এবং শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের বলবৎ ডিক্রির ধারা 59 (5))।
অপরিশোধিত নার্সিং সুবিধা দাবি ও পরিশোধ
– নার্সিং সুবিধার কোন সুফলভোগী মারা গেলে, মৃত সুফলভোগীর পরিবর্তে তাদের জীবিতরা অপরিশোধিত নার্সিং সুবিধা লাভের জন্য কোরিয়া ওয়ার্কার্স কমপেনসেশন এন্ড ওয়েলফেয়ার সার্ভিস-এর কাছে লিখিতভাবে ওই সুবিধা লাভের জন্য দাবি করবেন (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 81 এবং ক্ষতিপূরণ বিষয়ক প্রবিধানের ধারা 49 ও ফরম 29)।
– এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের 14 দিনের মধ্যে নার্সিং সুবিধা পরিশোধ করতে হবে (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 82(1))।
নার্সিং সুবিধা লাভের অধিকার স্থানান্তর ও হরণ নিষিদ্ধকরণ ইত্যাদি
– অবসরগ্রহণের কারণে কোন শ্রমিকের নার্সিং সুবিধা লাভের অধিকার বিলুপ্ত হয়ে যাবে না (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 88 (1))।
– নার্সিং সুবিধা লাভের অধিকার স্থানান্তর, হরণ বা কোল্যাটেরাল হিসেবে প্রদান করা যাবে না (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 88 (2))।
অন্যায় সুবিধা আদায়
– জালিয়াতি ও অন্যান্য অনুচিত উপায়ে কোন ব্যক্তি যদি নার্সিং সুবিধা গ্রহণ করে থাকেন, তাহলে নার্সিং সুবিধার সমপরিমাণ বা তার দ্বিগুণ তার কাছ থেকে আদায় করতে হবে। (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 84 (1)-এর পূর্ববর্তী অংশ)।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *