অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধ
অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধের ধারণা
– “অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধ” অর্থ হল একজন শ্রমিক অবসরকালীন সুবিধার অন্তর্বর্তীকালীন পরিশোধের কারণে অবসর নেওয়ার পূর্বেই ধারাবাহিক সার্ভিস প্রদানের সময়ের জন্য অগাম ভিত্তিতে অবসরকালীন সুবিধাদি ধার্য এবং গ্রহণ করতে পারবে 「কর্মচারীদের অবসরকালীন সুবিধার নিশ্চয়তা বিষয়ক আইনের」ধারা 8 (2) -এর পূর্বের অংশ)।
※ অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধের জন্য আবেদনের পূর্বে যাচাই করে নিন
অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধের জন্য যোগ্য একজন শ্রমিক নিয়োগকর্তার কাছে আবেদন করতে পারলেও নিয়োগকর্তা অন্তর্বর্তীকালীন পরিশোধের আবেদনটি গ্রহণ এবং পরিশোধ নাও হতে পারে, ফলে পরিশোধ করবেন কিনা সেটি আগেই যাচাই করুন।
অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধের কারণসমূহ
– নিম্নলিখিত কারণে নিয়োগকর্তা অবসর গ্রহণের পূর্বে অব্যাহত সার্ভিস প্রদানের সময়কালের জন্য অবসরকালীন সুবিধাদি আগাম নিষ্পত্তি এবং প্রদান করতে পারেন (「কর্মচারীদের অবসরকালীন সুবিধার নিশ্চয়তা বিষয়ক আইনের」ধারা 8 (2)-এর পূর্বের অংশ, 「কর্মচারীদের অবসরকালীন সুবিধার নিশ্চয়তা বিষয়ক আইনের বলবৎকরণ ডিক্রির」ধারা 3 (1) এবং 「অবসরকালীন পেনশন ব্যবস্থা সুবিধার জন্য জামাননের বিধান এবং অবসরকালীন অর্থের অন্তর্বর্তীকালীন পরিশোধের জন্য কারণ এবং শর্তাবলী ঘোষণা এবং জামানতের সীমা 」]।
· বাড়ির মালিকানা নেই এমন কোনো শ্রমিক যখন নিজের নামে বাড়ি ক্রয় করে
প্র.1. গৃহহীন মালিক নির্ধারণ এবং বাড়ি কেনার মানদণ্ডগুলো কী কী?
উ.1. কোনো ব্যক্তির গৃহের মালিকানা নেই বা বাড়ি ক্রয় করছে কিনা তার নির্ধারণের মানদণ্ড নিম্নে দেয়া হল (কর্মসংস্থান ও শ্রম মন্ত্রনালয়, অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধ ব্যবস্থার প্রক্রিয়াকরণের গাইডলাইন, p. 1)।
শ্রেণিবিন্যাস |
বিস্তারিত |
বাড়ির মালিক নন (Non-Homeowner) এমন ব্যক্তি নির্ধারণ |
শুধুমাত্র শ্রমিকের স্ব-যাচাইকরণ (Self-verification) প্রয়োজন। অন্তর্বর্তীকালীন পরিশোধের আবেদনের তারিখে কোনো বাড়ি যদি তার নামে নিবন্ধিত না থাকে তাহলে তিনি কোনো বাড়ির মালিক না হবার যে শর্তাবলী তা পূরণ করেছেন বলে বিবেচনা করা হবে এমনকি তার পরিবারের কোনো সদস্যের যদি বাড়ি থাকে তবুও |
বাড়ি ক্রয় নির্ধারণ |
▪ শ্রমিকের নামে বাড়ি বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে কিনা তা যাচাই করা
▪ তার স্বামী/ স্ত্রীর সাথে যৌথ নামেও যদি কোনো বাড়ি কেনা হয় তবুও সেটি তার নিজের নামে কেনা হয়েছে বলে বিবেচিত হবে |
প্র.2. কোনো ব্যক্তি কোনো বাড়ির মালিক হয়ে সেটি যদি পুনরায় বিক্রয় করেন এবং তারপরে অন্যটি ক্রয় করেন তাহলে তিনি কি তখনও বাড়ির মালিকানাহীন?
উ.2. অন্তর্বর্তীকালীন পরিশোধের আবেদনের পূর্বে তার কোনো বাড়ি থাকলেও, অন্তর্বর্তীকালীন পরিশোধের আবেদনের সময় সে কোনো বাড়ির মালিক হলে তা যাচাই করা হয়েছে ফলে সে একজন বাড়ির মালিকানাহীন বলে বিবেচিত (কর্মসংস্থান ও শ্রম মন্ত্রনালয়, অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধ ব্যবস্থার প্রক্রিয়াকরণের গাইডলাইন, p. 2)।
· বাড়ির মালিকানাহীন কোনো শ্রমিক যখন আবাসিক উদ্দেশ্যে (এক্ষেত্রে শ্রমিক একটি ব্যবসায় কাজ করার সময় এটি এক বারের মধ্যে সীমাবদ্ধ) লিজের জন্য সঞ্চয় ভিত্তিক জামানত অর্থ প্রদান করে, যে সঞ্চয় (এখন থেকে “Chonse সঞ্চয়”) 「দেওয়ানি আইনের」 ধারা 303 বা「আবাসন লিজ সুরক্ষা আইনের」ধারা 3 (2)-এর অনুসারী
প্র.1. মাসিক ভাড়া সঞ্চয় কি Chonse সঞ্চয়ে বা সঞ্চয়ে অন্তর্ভুক্ত?
উ.1. শুধুমাত্র আবাসিক উদ্দেশ্যে 「দেওয়ানি আইনের」 ধারা 303 অনুসারে Chonse সঞ্চয়ের ক্ষেত্রে বা 「আবাসন লিজ সুরক্ষা আইনের」 ধারা 3 (2) অনুসারে লিজ সঞ্চয় শুধু Chonse সঞ্চয় নয় বরঞ্চ লিজ চুক্তির (কর্মসংস্থান ও শ্রম মন্ত্রনালয়, অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধ ব্যবস্থার প্রক্রিয়াকরণের গাইডলাইন) অধীনে সঞ্চয়ের হিসাবে একটি মাসিক ভাড়া সঞ্চয়ও অন্তর্ভুক্ত Chonse deposit but also a monthly rent deposit is included as a deposit under the lease contract (Ministry of Employment and Labor, Guidelines for Processing interim payment of retirement benefits system, p. 3).
প্র.2. লিজের সময়কাল যদি আমি বর্ধিত করি তাহলে কি সঞ্চয়ের ভিত্তিতে আমি কোনো অন্তর্বর্তীকালীন পরিশোধ করতে পারবো (এরপর থেকে “Chonse”)?
উ.2. কোনো Chonse সঞ্চয়ের (লিজ সঞ্চয়) পরিশোধের বিষয়টি যেহেতু নতুন কোনো চুক্তিতে প্রবেশের মধ্যে সীমিত নয় তাই বর্তমান আবাসের লিজ মেয়াদ বাড়িয়ে একটি বর্ধিত চুক্তি স্বাক্ষর করার ক্ষেত্রেও অন্তর্বর্তীকালীন অর্থ প্রদান করা যেতে পারে (কর্মসংস্থান ও শ্রম মন্ত্রনালয়, অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধ ব্যবস্থার প্রক্রিয়াকরণের গাইডলাইন, p. 5)।
প্র.3. আমি নই, স্বামী/স্ত্রীর মত পরিবারের কোনো সদস্যের নামে কোনো আবাসন লিজ চুক্তিতে স্বাক্ষর করা হলে আমি কি অন্তর্বর্তীকালীন পেমেন্ট পেতে পারি?
উ.3. অন্তর্বর্তীকালীন পরিশোধ Chonse সঞ্চয়ের জন্য প্রযোজ্য যেটি অন্তর্বর্তীকালীন পরিশোধের জন্য আবেদন করা শ্রমিক নিজেই প্রদান করে। অতএব, নীতিগতভাবে, শ্রমিকের সাথে বসবাসকারী ব্যক্তির নামে কোনো আবাসন লিজ চুক্তি স্বাক্ষরিত হলে অন্তর্বর্তীকালীন পরিশোধের অর্থ গ্রহণ করা যাবে না।
তবে, স্বামী/স্ত্রী, বংশধর এবং ভাইবোনের মত পরিবারের কোনো সদস্যের নামে চুক্তি করা হলে এবং শ্রমিক এই বাড়িতেই থাকে তা প্রমাণ করে এমন কোনো নথি মুভ-ইন রিপোর্টের মত করে জমা দিলে এটি আবাসিক উদ্দেশ্যে লিজ চুক্তি স্বাক্ষর করার ঘটনা হিসেবে বিবেচনা করা যেতে পারে। (কর্মসংস্থান ও শ্রম মন্ত্রনালয়, অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধ ব্যবস্থার প্রক্রিয়াকরণের গাইডলাইন, p. 5)।
· কোনো শ্রমিক যখন চিকিৎসা ব্যয়ের জন্য তার বার্ষিক মজুরির 125/1,000 অংশেরও বেশি নিম্নলিখিত রোগীদের অসুস্থতা বা আঘাতের জন্য প্রদান করে যাদেরকে কমপক্ষে 6 মাস চিকিৎসা করতে হয়েছে
√ শ্রমিক নিজে
√ শ্রমিকের স্বামী
√ শ্রমিক বা তার স্বামী/স্ত্রীর উপর নির্ভরশীল
প্র.1. শ্রমিক বা তার স্বামী/স্ত্রীর উপর নির্ভরশীল পরিবার বলতে কী বোঝায়?
উ.1. নির্ভরশীল পরিবারের মধ্যে রয়েছে① বংশের 60 বা তার বেশি বয়সের অগ্রগামী ব্যক্তি, ② 20 বা তার কম বয়সের বংশধর বা দত্তক নেয়া ব্যক্তি এবং ③ 20 বছর বা তার কম বয়সের কিংবা 60 বছর বা তার বেশি বয়সের সহোদর।「আয়কর আইনের」ধারা 50 (1) অনুসারে এইক্ষেত্রে নির্ভরশীলতার সুযোগ নির্ধারণ করার ক্ষেত্রে আয়ের স্তরটি বিবেচনায় নেওয়া হয় না (কর্মসংস্থান ও শ্রম মন্ত্রনালয়, অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধ ব্যবস্থার প্রক্রিয়াকরণের গাইডলাইন, p. 5)।
প্র.2. চিকিৎসার সময়কালের মধ্যে কি শুধুমাত্র হাসপাতালে ভর্তিই অন্তর্ভুক্ত?
উ.2. মেডিকেল চিকিৎসা এমন একটি ঘটনাকে উল্লেখ করে যেখানে অসুস্থতা বা আঘাতের কারণে নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন হয় ফলে শুধুমাত্র আন্তঃবিভাগীয় চিকিৎসাই নয়, বহিঃর্বিভাগীয় চিকিৎসা এবং ঔষধপত্রের মাধ্যমে চিকিৎসার সময়ও চিকিৎসা সময়কাল হিসেবে (Treatment Period) হিসেবে বিবেচিত (কর্মসংস্থান ও শ্রম মন্ত্রনালয়, অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধ ব্যবস্থার প্রক্রিয়াকরণের গাইডলাইন, p. 6)।
· অন্তর্বর্তীকালীন অবসর সুবিধাদি প্রদানের আবেদন করার তারিখ থেকে পূর্ববর্তী 5 বছরের মধ্যে যদি কোনো শ্রমিককে 「ডেটর রিহ্যাবিলিটেশন অ্যান্ড ব্যাংকরাপ্সি অ্যাক্ট」 অনুযায়ী দেউলিয়া ঘোষণা করা হলে
· 「ঋণগ্রহীতা পুনর্বাসন ও দেউলিয়া আইন」অনুসারে শ্রমিক অবসরকালীন সুবিধার অন্তর্বর্তীকালীন পরিশোধের জন্য আবেদনের তারিখ থেকে গত 5 বছরের মধ্যে ব্যক্তিগত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত পেলে
প্র.1. ক্রেডিট কাউন্সেলিং অ্যান্ড রিকভারি সার্ভিস (CCRS) অন্তর্বর্তীকালীন পরিশোধের শর্ত হিসেবে ঋণ পুনরুদ্ধার পদ্ধতি শুরু করার সিদ্ধান্তটি কি আমি দেখতে পারি?
উ.1. ব্যক্তিগত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তটির মাধ্যমে「ঋণগ্রহীতা পুনর্বাসন ও দেউলিয়া আইন」অনুসারে আদালত কর্তৃক গৃহীত কোনো সিদ্ধান্তকে বোঝায়। সুতরাং, CCSR-এর ঋণ পুনরুদ্ধার সহায়ক ব্যবস্থা (Credit Recovery Support System) অনুসারে ব্যক্তিগত ওয়ার্কআউট এবং প্রি-ওয়ার্কআউট সিদ্ধান্তগুলো এই ক্যাটাগরির আওতায় পড়ে না এবং অন্তর্বর্তীকালীন অর্থ প্রদানের শর্ত হিসেবে বিবেচিত হবে না (কর্মসংস্থান ও শ্রম মন্ত্রনালয়, অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধ ব্যবস্থার প্রক্রিয়াকরণের গাইডলাইন, p. 8)।
· অবসরকালীন বয়স বৃদ্ধি বা নিশ্চয়তার প্রদানের শর্ত হিসেবে যখন কোনো নিয়োগকর্তা নির্দিষ্ট বয়স অব্যাহত সার্ভিসের সময় বা সম্মিলিত চুক্তি এবং কর্মবিধি নিয়মের আওতায় মজুরিরভিত্তিতে মজুরি হ্রাস করার জন্য একটি সিস্টেম বাস্তবায়ন করেন
· যখন কোনো শ্রমিক প্রতিদিন নির্ধারিত কার্যদিবসের সময়ের চাইতে কমপক্ষে 1 ঘন্টা বা প্রতি সপ্তাহে কমপক্ষে 5 ঘন্টা কমিয়ে আনার বিষয়ে নিয়োগকর্তার সাথে একমত হন এবং পরিবর্তির সময়ের স্থলে অন্তত 3 মাস কাজ করা চালিয়ে যান
· 「শ্রম মানদন্ড আইন」-এর সংশোধন অনুসারে সপ্তাহে সর্বোচ্চ কর্মঘন্টা 60 ঘন্টা থেকে যখন 52 ঘন্টায় কমানো হয় এবং শ্রমিকদের জন্য অবসরকালীন সুবিধা কমানো হয়
· দুর্যোগ ও নিরাপত্তা ব্যবস্থাপনার ফ্রেমওয়ার্ক আইন” এর অধীনে ধারা 66,(1) এর প্রতিটি উপ-অনুচ্ছেদে উল্লেখিত দূর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যদি নিচে উল্লেখিত পরিস্থিতির সম্মুখীন হন।
√ যদি দূর্যোগের কারণে অঞ্চলের আবাসন সুবিধা ভেসে যায়, ছড়িয়ে পড়ে বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় [“আয়কর আইন” এর ধারা 50,(1), উপ-অনুচ্ছেদ 3 অনুসারে আবাসন সুবিধা শুধমাত্র নির্ভরশীল ব্যক্তি যারা গ্রাহক, বৈবাহিক সঙ্গী বা শ্রমিকের সাথে থাকেন (বৈবাহিক সঙ্গীসহ)]।
√ “আয়কর আইন” এর ধারা 50,(1), উপ-অনুচ্ছেদ 3 এর অধীনে যদি গ্রাহকের বৈবাহিক সঙ্গী বা বসবাসকারী নির্ভরশীল ব্যক্তি (বৈবাহিক সঙ্গীসহ) দূর্যোগের কারণে নিখোঁজ হয়ে পড়েন।
√ গ্রাহক যদি এমন রোগজনিত ক্ষতির সম্মুখীন হন যার কারণে হাসপাতালে 15 দিনের বেশি চিকিৎসার প্রয়োজন হয়।
অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধের আবেদনের সময়কাল এবং প্রয়োজনীয় নথিপত্র
– যখন বাড়ির মালিকানাহীন একজন শ্রমিক একটি বাড়ি ক্রয় করে তার (কর্মসংস্থান ও শ্রম মন্ত্রনালয়, অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধ ব্যবস্থার প্রক্রিয়াকরণের গাইডলাইন, p. 2).
শ্রেণিবিন্যাস |
বিস্তারিত |
আবেদন করার সময়কাল |
বাড়ি বিক্রয় চুক্তি স্বাক্ষরের তারিখ থেকে মালিকানা স্থানান্তর নিবন্ধনের পরে 1 মাসের মধ্যে |
প্রয়োজনীয় কাগজপত্র |
▪ তিনি বাড়ির মালিকানাহীন কিনা তা যাচাই করার জন্য
√ বর্তমান আবাসনের আবাসিক নিবন্ধের একটি অনুলিপি
√ বিল্ডিং রেজিস্ট্রেশন বা বর্তমান বাসভবনের বিল্ডিং ম্যানেজমেন্ট রেজিস্টারের একটি অনুলিপি
√ সম্পত্তির (অ) কর শংসাপত্র |
▪ তিনি কোনো বাড়ি ক্রয় করেছেন কিনা তা যাচাই করার জন্য
√ বাড়ির বিক্রয় চুক্তির একটি অনুলিপি (পারসেলিং-আউট চুক্তি), কোনো নতুন ভবন হলে, স্থাপত্য নকশা এবং নির্মাণ চুক্তি
√ নিবন্ধনের পরে আবেদন করার সময়, ক্রয়কৃত বাড়িটির জন্য বিল্ডিং রেজিস্ট্রেশন বা বিল্ডিং ম্যানেজমেন্ট রেজিস্টারের একটি অনুলিপি |
– বাড়ির মালিকানাহীন কোন শ্রমিক যখন Chonse সঞ্চয় (জমা) আবাসিক উদ্দেশ্যে প্রদান করে (কর্মসংস্থান ও শ্রম মন্ত্রনালয়, অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধ ব্যবস্থার প্রক্রিয়াকরণের গাইডলাইন, p. 4)
শ্রেণিবিন্যাস |
বিস্তারিত |
আবেদন করার সময়কাল |
আবাসন লিজ চুক্তি স্বাক্ষরের তারিখ থেকে ব্যালেন্স প্রদানের 1 মাস পরে |
প্রয়োজনীয় কাগজপত্র |
▪ তিনি বাড়ির মালিকানাহীন কিনা তা যাচাই করার জন্য
√ বর্তমান আবাসনের আবাসিক নিবন্ধের একটি অনুলিপি
√ বিল্ডিং রেজিস্ট্রেশন বা বর্তমান বাসভবনের বিল্ডিং ম্যানেজমেন্ট রেজিস্টারের একটি অনুলিপি
√ সম্পত্তির (অ) কর শংসাপত্র |
▪ Chonse সঞ্চয় অথবা লিজ সঞ্চয়ের প্রয়োজনীয়তা যাচাই করার জন্য
√ Chonse এবং লিজ চুক্তির অনুলিপি
√ ব্যালেন্স প্রদানের পরে আবেদন করার সময় Chonse সঞ্চয় বা লিজ সঞ্চয় পরিশোধ করা হয়ে থাকলে অর্থ প্রদানের রশিদ (ব্যালেন্স প্রদানের তারিখ থেকে 1 মাসের মধ্যে) |
– যখন কোনো শ্রমিক, তার স্বামী/স্ত্রী বা নির্ভরশীল পরিবারের অন্তত 6 মাসের জন্য মেডিকেল চিকিৎসা প্রয়োজন হয় (কর্মসংস্থান ও শ্রম মন্ত্রনালয়, অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধ ব্যবস্থার প্রক্রিয়াকরণের গাইডলাইন, p. 6)।
শ্রেণিবিন্যাস |
বিস্তারিত |
আবেদন করার সময়কাল |
▪ অন্তর্বর্তীকালীন পরিশোধের জন্য আবেদনের সময়, অসুস্থতা বা আঘাতের কারণে তিনি চিকিৎসার জন্য নির্ধারিত
▪ মেডিকেল চিকিৎসা শেষ হয়ে গেলে, চিকিৎসা শেষ হওয়ার এক মাসের মধ্যে |
প্রয়োজনীয় কাগজপত্র |
▪ চিকিৎসা সেবা প্রয়োজন কি না তা যাচাই করার জন্য
√ রোগের নাম এবং 6 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা করার প্রয়োজনীয়তা নিশ্চিত করার কাগজপত্র, যেমন কোনো চিকিৎসকের মেডিকেল শংসাপত্র বা নোট, বা স্বাস্থ্য বিমা কর্পোরেশন থেকে একটি দীর্ঘমেয়াদী সেবার শংসাপত্র
√ চিকিৎসা শেষ হয়ে গেলে চিকিৎসা গ্রহনের শেষ তারিখ এবং চিকিৎসা সেবার অর্থ শ্রমিক প্রদান করেছে তা নিশ্চিত করার কাগজপত্র |
▪ তিনি নির্ভরশীল কি না তা যাচাই করার জন্য
শ্রমিকের সাথে স্বামী/স্ত্রী নাকি নির্ভরশীল পরিবার বাস করে তা নিশ্চিত করার কাগজপত্র যেমন পারিবারিক সম্পর্কের শংসাপত্র |
– 「ঋণগ্রহীতা পুনর্বাসন ও দেউলিয়া আইন」অনুসারে শ্রমিক আবেদনের তারিখ থেকে গত 5 বছরের মধ্যে ব্যক্তিগত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত পেলে (কর্মসংস্থান ও শ্রম মন্ত্রনালয়, অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধ ব্যবস্থার প্রক্রিয়াকরণের গাইডলাইন, p. 7).
শ্রেণিবিন্যাস |
বিস্তারিত |
আবেদন করার সময়কাল |
কর্মীর আবেদনের তারিখ থেকে বিগত 5 বছরের মধ্যে দেউলিয়া ঘোষিত হয়েছিল এমন পরিস্থিতিতে (আবেদনের সময় অবশ্যই দেউলিয়া পরিস্থিতি জারি থাকতে হবে)
※ যদি ছাড় বা পুনর্বাসনের সিদ্ধান্ত হয় তাহলে অন্তর্বর্তীকালীন পরিশোধ করা যাবে যেহেতু দেউলিত্বের কার্যকারিতা শেষ হয়েছে |
প্রয়োজনীয় কাগজপত্র |
দেউলিয়া সম্পর্কে আদালতের ঘোষণা |
– 「ঋণগ্রহীতা পুনর্বাসন ও দেউলিয়া আইন」অনুসারে শ্রমিক আবেদনের তারিখ থেকে গত 5 বছরের মধ্যে ব্যক্তিগত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত পেলে (কর্মসংস্থান ও শ্রম মন্ত্রনালয়, অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধ ব্যবস্থার প্রক্রিয়াকরণের গাইডলাইন, p. 7).
শ্রেণিবিন্যাস |
বিস্তারিত |
আবেদন করার সময়কাল |
আবেদনের তারিখ থেকে বিগত 5 বছরের মধ্যে শ্রমিক ব্যক্তিগত পুনর্বাসন প্রক্রিয়া শুরু সিদ্ধান্ত পেয়ে থাকলে (ব্যক্তিগত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত অবশ্যই আবেদনের সময় কার্যকর থাকতে হবে)
※ যদি ব্যক্তিগত পুনর্বাসন প্রক্রিয়া বাতিল বা অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে অন্তর্বর্তীকালীন পরিশোধ করা যাবে না কারণ ব্যক্তিগত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তের কার্যকারিতা শেষ হয়ে গিয়েছে |
প্রয়োজনীয় কাগজপত্র |
ব্যক্তিগত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত বা ব্যক্তিগত পুনর্বাসন প্রক্রিয়া প্রদানের অনুমোদনের শংসাপত্র |
– অবসরকালীন বয়স বৃদ্ধি বা নিশ্চয়তার প্রদানের শর্ত হিসেবে যখন কোনো নিয়োগকর্তা নির্দিষ্ট বয়স অব্যাহত সার্ভিসের সময় বা সম্মিলিত চুক্তি এবং কর্মবিধি নিয়মের আওতায় মজুরিরভিত্তিতে মজুরি হ্রাস করার জন্য একটি সিস্টেম বাস্তবায়ন করেন(কর্মসংস্থান ও শ্রম মন্ত্রনালয়, অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধ ব্যবস্থার প্রক্রিয়াকরণের গাইডলাইন, p. 8)।
শ্রেণিবিন্যাস |
বিস্তারিত |
আবেদন করার সময়কাল |
মজুরি পিক ব্যবস্থার (Wage peak system) কারণে যে শ্রমিকের মজুরি কমে গেছে, নীতিগতভাবে, এটি মজুরি পিক সিস্টেম বাস্তবায়ন করার দিন প্রয়োগ করা হয়
※ তবে, শ্রম ও পরিচালনা (Labor and Management) যদি অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধের জন্য আলাদা আবেদন করার সময়সীমা নির্ধারণ করে তাহলে মজুরি পিক ব্যবস্থা কার্যকর হওয়ার পরেও এটি প্রয়োগ করা সম্ভব |
প্রয়োজনীয় কাগজপত্র |
▪ ওয়েজ পিক সিস্টেমটি কার্যকর হয়েছে কিনা তা নিশ্চিতকারী কাগজপত্র যেমন কর্মসংস্থান বিধি এবং সম্মিলিত চুক্তি
▪ শ্রমিক মজুরি পিক পদ্ধতির আওতাধীন তা নিশ্চিতকারী কাগজপত্র যেমন কোনো শ্রম চুক্তি (বার্ষিক বেতনের চুক্তি) এবং অর্থ পরিশোধের রশিদ (Pay stub) |
অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধের পরে অবসরকালীন সুবিধা হিসেবের পদ্ধতি
অন্তর্বর্তীকালীন পরিশোধের পরে অবসরকালীন সুবিধা হিসেব
– অবসরকালীন সুবিধা হিসেব করার জন্য অব্যাহত সার্ভিস প্রদানের সময়কাল, অবসরকালীন সুবিধার নিষ্পত্তি ও অগ্রিম পরিশোধের পরে, নিষ্পত্তির তারিখ থেকে নতুন করে হিসেব করা হয় (「কর্মচারীদের অবসরকালীন সুবিধার নিশ্চয়তা বিষয়ক আইনের」ধারা 8 (2)-এর পরবর্তী অংশ)।
প্র. শুধুমাত্র অব্যবহত সার্ভিস প্রদানের সময়কালের অংশের জন্য কি অবসরকালীন সুবিধাদির অন্তর্বর্তীকালীন পরিশোধ করা সম্ভব?
উ. ‘অব্যাহত সার্ভিস প্রদানের সময়কাল’ মানেই অবসরকালীন সুবিধাদি হিসেব করার সময় থেকে নিষ্পত্তির আবেদন করার সময় (বর্তমান) পর্যন্ত সম্পূর্ণ সময়কে বোঝায় না। সুতরাং, অব্যাহত সার্ভিস প্রদানের সময়কালের কিছু অংশের জন্য একটি অন্তর্বর্তীকালীন পরিশোধ প্রয়োগ করা হলেও এটি আইন লঙ্ঘন করে না।
জামানত ভিত্তিক ঋণ এবং অবসরকালীন পেনশনের আগাম উত্তোলন
অবসরকালীন পেনশন গ্রাহকের জন্য জামানত হিসেবে অবসরকালীন পেনশন ভিত্তিক ঋণ
– কোনো নিয়োগকর্তা প্রত্যেক গ্রাহকের রিজার্ভের 50/100 সীমায় জামানত হিসেবে অবসরকালীন পেনশন সুবিধাদি পাওয়ার অধিকার প্রদান করতে পারেন যদি অবসরকালীন পেনশন গ্রাহক নিম্নলিখিত কারণ ও শর্তাবলী পূরণ করে। এই ক্ষেত্রে, অবসরকালীন সুবিধা প্রোভাইডার সহযোগিতা করবে এটি নিশ্চিত করতে যে সুবিধাদিকে জামানত হিসেবে প্রদান করে ঋনটি নেয়া হয়েছে (「কর্মচারীদের অবসরকালীন সুবিধার নিশ্চয়তা বিষয়ক আইনের」ধারা 7 (2), 「কর্মচারীদের অবসরকালীন সুবিধার নিশ্চয়তা বিষয়ক আইনের বলবৎকরণ ডিক্রির」ধারা 2 এবং 「অবসরকালীন পেনশন ব্যবস্থার সুবিধাদির জন্য জামানতের বিধান এবং অবসরকালীন অর্থের অন্তর্বর্তীকালীন পরিশোধের কারণ ও শর্তাবলী ঘোষণা এবং জামানতের সীমা」)।
· বাড়ির মালিকানা নেই এমন কোনো গ্রাহক যখন নিজের নামে বাড়ি ক্রয় করে
· বাড়ির মালিকানাহীন কোনো গ্রাহক 「দেওয়ানি আইনের」ধারা 303-র অধীনে Chonseসঞ্চয় বা「আবাসন লিজ সুরক্ষা আইনের」ধারা 3 (2) অনুসারে আবাসিক উদ্দেশ্যে জমা প্রদান করলে
※ এইক্ষেত্রে, গ্রাহক যদি একটি ব্যবসা বা কর্মক্ষেত্রে কাজ করে তাহলে এটি একবারের মধ্যে সীমিত
· যখন কোনো গ্রাহক 「আয়কর আইনের বলবৎকরণ ডিক্রির」ধারা 118-5 (1) এবং (2) অনুসারে নিম্নলিখিত কোনো ব্যক্তির কোনো রোগ বা আঘাতের জন্য চিকিৎসা ব্যয় প্রদান করে যার কমপক্ষে 6 মাসের জন্য চিকিৎসা সেবা প্রয়োজন
√ গ্রাহক নিজে
√ গ্রাহকের স্বামী/স্ত্রী
√ গ্রাহকের উপরে নির্ভরশীল বা তার স্বামী/স্ত্রী (「আয়কর আইনের」ধারা 50 (1) 3-এর অধীনস্ত নির্ভরশীলকে বোঝানো হচ্ছে )
· জামানত দেওয়ার তারিখ থেকে গত 5 বছরের মধ্যে 「ঋণগ্রহীতা পুনর্বাসন ও দেউলিয়া আইন」অনুসারে ঋণগ্রহীতাকে দেউলিয়া ঘোষনা করা হলে
· 「ঋণগ্রহীতা পুনর্বাসন ও দেউলিয়া আইন」অনুসারে জামানত দেয়ার তারিখ থেকে গত 5 বছরের মধ্যে গ্রাহক ব্যক্তিগত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত পেলে
· গ্রাহক নিম্নোক্ত ব্যক্তিদের জন্য কলেজের টিউশন, বিবাহ বা শেষকৃত্যের ব্যয় প্রদান করলে
√ গ্রাহক নিজে
√ গ্রাহকের স্বামী/স্ত্র
√ গ্রাহক উপর নির্ভরশীল বা তার স্বামী/স্ত্রী
· যদি উদ্যোক্তার ব্যবসায় স্থগিতাদেশের বাস্তবায়ন নিচের উল্লেখ অনুসারে শ্রমিকের মজুরি হ্রাস করে:
√ ব্যবসায়িক স্থগিতাদেশের সময় (পরবর্তী অংশে “মূল মাস” হিসেবে উল্লিখিত) মাসিক বেতন (“কর্মচারীর অবসর সুবিধা বেনিফিট সুরক্ষা আইনের প্রয়োগের অধ্যাদেশ”, নিচে একইভাবে উল্লেখিত, এর ধারা 16-2, উপ-অনুচ্ছেদ 1 অনুসারে স্বনির্ভর ব্যক্তির বিক্রয়) যদি মূল মাসের তিন মাসের পূর্বে বা মূল মাসের পূর্ববর্তী মাসের গড় মাসিক বেতনের তুলনায় 0.30 শতাংশের বেশি হ্রাস পেয়ে থাকে।
√ যদি মূল মাসের বছর মূল মাসের পূর্বের বছরের গড় মাসিক মজুরির তুলনায় 0.30 এর বেশি হ্রাস পায়।
· যদি “দুর্যোগ ও নিরাপত্তা ব্যবস্থাপনার ফ্রেমওয়ার্ক আইন” এর ধারা 66,(1) এর প্রতিটি উপ-অনুচ্ছেদের অধীনে উল্লেখিত দুর্যোগের কারণে নিম্নোক্ত ক্ষতির সম্মুখীন হন।
√ যদি দূর্যোগের কারণে অঞ্চলের আবাসন সুবিধা ভেসে যায়, ছড়িয়ে পড়ে বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় [“আয়কর আইন” এর ধারা 50,(1), উপ-অনুচ্ছেদ 3 অনুসারে আবাসন সুবিধা শুধমাত্র নির্ভরশীল ব্যক্তি যারা গ্রাহক, বৈবাহিক সঙ্গী বা শ্রমিকের সাথে থাকেন (বৈবাহিক সঙ্গীসহ)]।
√ “আয়কর আইন” এর ধারা 50,(1), উপ-অনুচ্ছেদ 3 এর অধীনে গ্রাহকের বৈবাহিক সঙ্গী বা গ্রাহকের (বৈবাহিক সঙ্গীসহ) এর সাথে বসবাসকারী নিখোঁজ নির্ভরশীল ব্যক্তির ক্ষেত্রে।
√ গ্রাহক যদি এমন রোগজনিত ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন যার কারণে হাসপাতালে 15 দিনের বেশি চিকিৎসার প্রয়োজন হয়েছিল
অবসরকালীনর পেনশনের আগাম উত্তোলন
– নির্ধারিত ভাগের অবসরকালীন পেনশনে গ্রাহক হওয়া কোনো শ্রমিক নীচের যেকোনো ক্ষেত্রে তার রিজার্ভ আগাম উত্তোলন করতে পারবে (「কর্মচারীদের অবসরকালীন সুবিধার নিশ্চয়তা বিষয়ক আইনের」ধারা 22 এবং「কর্মচারীদের অবসরকালীন সুবিধার নিশ্চয়তা বিষয়ক আইনের বলবৎকরণ ডিক্রির」ধারা 14)।
· বাড়ির মালিকানা নেই এমন কোনো গ্রাহক যখন নিজের নামে বাড়ি ক্রয় করে
· বাড়ির মালিকানাহীন কোনো গ্রাহক 「দেওয়ানি আইনের」ধারা 303-র অধীনে Chonseসঞ্চয় বা「আবাসন লিজ সুরক্ষা আইনের」ধারা 3 (2) অনুসারে আবাসিক উদ্দেশ্যে জমা প্রদান করলে
※ এইক্ষেত্রে, গ্রাহক যদি একটি ব্যবসা বা কর্মক্ষেত্রে কাজ করে তাহলে এটি একবারের মধ্যে সীমিত
· যদি ধারা 66,(1) এর “দুর্যোগ ও নিরাপত্তা ব্যবস্থাপনার ফ্রেমওয়ার্ক আইন” এর প্রতিটি উপ-অনুচ্ছেদের অধীনে, নিম্নোক্ত ক্ষতির সম্মুখীন হন।
√ যদি দূর্যোগের কারণে অঞ্চলের আবাসন সুবিধা ভেসে যায়, ছড়িয়ে পড়ে বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় [“আয়কর আইন” এর ধারা 50,(1), উপ-অনুচ্ছেদ 3 অনুসারে আবাসন সুবিধা শুধমাত্র নির্ভরশীল ব্যক্তি যারা গ্রাহক, বৈবাহিক সঙ্গী বা শ্রমিকের সাথে থাকেন (বৈবাহিক সঙ্গীসহ)]।
√ “আয়কর আইন” এর ধারা 50,(1), উপ-অনুচ্ছেদ 3 এর অধীনে গ্রাহকের বৈবাহিক সঙ্গী বা গ্রাহকের (বৈবাহিক সঙ্গীসহ) এর সাথে বসবাসকারী নিখোঁজ নির্ভরশীল ব্যক্তির ক্ষেত্রে।
√ গ্রাহক যদি এমন রোগজনিত ক্ষতির সম্মুখীন হন যার কারণে হাসপাতালে 15 দিনের বেশি চিকিৎসার প্রয়োজন হয়
· কোনো শ্রমিক যখন চিকিৎসা ব্যয়ের জন্য তার বার্ষিক মজুরির 125/1,000 অংশেরও বেশি নিম্নলিখিত রোগীদের অসুস্থতা বা আঘাতের জন্য প্রদান করে যাদেরকে কমপক্ষে 6 মাস চিকিৎসা করতে হয়েছে
√ গ্রাহক নিজে
√ গ্রাহকের স্বামী/স্ত্রী
√ গ্রাহক উপর নির্ভরশীল বা তার স্বামী/স্ত্রী
· আগাম উত্তোলনের আবেদনের তারিখ থেকে গত 5 বছরের মধ্যে 「ঋণগ্রহীতা পুনর্বাসন ও দেউলিয়া আইন」অনুসারে ঋণগ্রহীতাকে দেউলিয়া ঘোষনা করা হলে
· 「ঋণগ্রহীতা পুনর্বাসন ও দেউলিয়া আইন」অনুসারে আগাম উত্তোলনের আবেদনের তারিখ থেকে গত 5 বছরের মধ্যে গ্রাহক ব্যক্তিগত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত পেলে
· অবসরকালীন পেনশন পদ্ধতির অধীনে অতিরিক্ত জামানতের মাধ্যমে যদি গ্রাহক বেতন গ্রহণ করার ইচ্ছা পোষণ করেন এবং যদি কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সিদ্ধান্তের কারণগুলো সাথে উক্ত পরিস্থিতি সংশ্লিষ্ট হয়।
※ যদি গ্রাহক উপরোক্ত কারণে অবসরকালীন পেনশনের রিজার্ভ প্রত্যাহার করতে চান, তাহলে ঋণের মূল পরিমাণ এবং সুদ পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থের চেয়ে রিজার্ভের পরিমাণ কম হতে হবে।