1: 산재보험 শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা’র সংজ্ঞা ও বৈশিষ্ট্য

Spread the love

শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা’র সংজ্ঞা ও বৈশিষ্ট্য
শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা’র সংজ্ঞা
– শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা হলো এক ধরনের সামাজিক বীমা (এর পর থেকে “শিল্প দুর্ঘটনা বীমা” উল্লেখ করা হবে), যা পেশাগত দুর্ঘটনার শিকার শ্রমিকদের পুনর্বাসন ও সমাজে তাদের প্রত্যাবর্তন সহজতর, এবং দুর্ঘটনা প্রতিরোধ প্রকল্প ও শ্রমিক কল্যাণ প্রকল্প, ইত্যাদি চালানোর জন্য, প্রয়োজনীয় বীমা সুবিধা প্রতিষ্ঠা ও পরিচালনার মাধ্যমে, পেশাগত দুর্ঘটনার শিকার শ্রমিকদের দ্রুত ও ন্যায্য ক্ষতিপূরণ প্রদান করে। (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 1)
শিল্প দুর্ঘটনা বীমার বৈশিষ্ট্য
– শিল্প দুর্ঘটনা বীমায় কোন দুর্ঘটনা ইচ্ছাকৃত বা নিয়োগকর্তার অবহেলার কারণে ঘটেছে কিনা তা জিজ্ঞেস করা ছাড়াই পেশাগত দুর্ঘটনার শিকার শ্রমিককে শিল্প দুর্ঘটনা বীমা সুবিধা (এরপর থেকে “বীমা ‍সুবিধা” উল্লেখ করা হবে) প্রদান করা হয়। (সূত্র: শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা ও কর্মসংস্থান বীমা ম্যানুয়াল, কোরিয়া ওয়ার্কার্স কমপেনসেশন এন্ড ওয়েলফেয়ার সার্ভিস)।
※ তবে, দেওয়ানী পেশাগত দুর্ঘটনার শিকার শ্রমিকরা কেবল নিয়োগকর্তার ইচ্ছাকৃত বা অবহেলার কারণে ওই ধরনের দুর্ঘটনা ঘটে থাকলে ক্ষতিপূরণ পেতে পারেন (দেওয়ানী আইনের ধারা 750 ও 751)।
– পেশাগত দুর্ঘটনার শিকার কোন শ্রমিক যদি শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইন অনুযায়ী বীমা সুবিধা পেয়েছেন বা পাবেন, তাহলে একই কারণে শ্রম মানদন্ড আইন অনুযায়ী, পলিসিধারী দুর্ঘটনা ক্ষতিপূরণ প্রদানের দায় থেকে রেহাই পাবেন (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 80 (1))।
– নীতিগতভাবে, একজন নিয়োগকর্তাকে শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা-সংশ্লিষ্ট সকল প্রিমিয়াম পরিশোধ করতে হবে। (কর্মসংস্থান বীমা ও শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমার প্রিমিয়াম সংগ্রহ, ইত্যাদি আইনের ধারা 13 (1))।
※ কর্মসংস্থান বীমা আইন অনুযায়ী একজন নিয়োগকর্তা ও একজন শ্রমিক প্রত্যেকে কর্মর্সস্থান বীমা প্রিমিয়ামের অর্ধেক করে অংশ পরিশোধন করবেন (কর্মসংস্থান বীমা ও শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমার প্রিমিয়াম সংগ্রহ, ইত্যাদি আইনের ধারা 13 (2))।
– কোন পেশাগত দুর্ঘটনার সকল ক্ষতি বীমা সুবিধার আওতায় আসবে না, গড় মজুরির ভিত্তিতে এর আর্থিক পরিমাণ হিসাব করা হবে (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমার পিমিয়াম সংগ্রহ, ইত্যাদি আইনের ধারা 36 (3) থেকে (8))।
শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনে আবেদনের সুযোগ
আবেদনের সুযোগ
– শ্রমিক নিয়োগ করা হয় এমন সকল ব্যবসা ও কর্মক্ষেত্র (এর পর থেকে “ব্যবসা” উল্লেক করা হবে)’র বেলায় শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইন প্রযোজ্য হবে (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 6-এর মূল বাক্য)
ব্যতিক্রম
– সরকারি কর্মকর্তা ক্ষতিপূরণ আইন, সামরিক পেনসন আইন, নাবিক আইন, ফিসিং ভেসেল এবং এগুলোর ক্রু সদস্যদের জন্য দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইন বা বেসরকারী স্কুল শিক্ষক ও কর্মচারী পেনসন আইন প্রযোজ্য হয় এমন ব্যবসার ক্ষেত্রে শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইন প্রযোজ্য হবে না (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 6-এর অনুবিধি ও শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের বলবৎ ডিক্রির ধারা 2 (1))।
※ শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইন অনুযায়ী আবেদন করেননি কিন্তু সরকারি কর্মকর্তা ক্ষতিপূরণ আইন, ইত্যাদি অনুযায়ী কোন দুর্ঘটনা ক্ষতিপূরণ প্রকল্পের আওতাভুক্ত হওয়ার যোগ্য, ব্যবসার এমন কোন শ্রমিক দুর্ঘটনার শিকার হলে, তিনি ক্ষয়ক্ষতির জন্য সরকারি কর্মকর্তা ক্ষতিপূরণ আইন, সামরিক পেনসন আইন, নাবিক আইন, ফিসিং ভেসেল এবং এগুলোর ক্রু সদস্যদের জন্য দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইন বা বেসরকারী স্কুল শিক্ষক ও কর্মচারী পেনসন আইন অনুযায়ী ক্ষতিপূরন লাভ করবেন।
– উপরন্তু, শিল্পদুর্ঘটনাক্ষতিপূরণবিমাআইনটিপরিবারেরঅভ্যন্তরেরকর্মসংস্থানেরকাজএবং5 জনেরকমনিয়মিতশ্রমিকথাকাকৃষিভিত্তিক, বনরক্ষন(লগিংশিল্পব্যতীত), মৎস্যচাষবাশিকারব্যবসাগুলিতেপ্রযোজ্যহবেনা(শিল্পদুর্ঘটনাক্ষতিপূরণবিমাআইনেরধারা6 এবংশিল্পদুর্ঘটনাক্ষতিপূরণবিমাআইনেরবলবত্করণঅধ্যাদেশেরধারা2 (1) এরবিধান)।
※ শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইন অনুযায়ী আবেদন করেননি, ব্যবসায় কর্মরত এমন কোন শ্রমিক দুর্ঘটনার শিকার হলে (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের আওতার বাইরে থাকা ব্যবসাগুলোর মধ্যে যেসব ব্যবসা স্বেচ্ছায় শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা পলিসি কেনে সেগুলো ছাড়া), তিনি শ্রম মাণদণ্ড আইনের 78 থেকে 92 পর্যন্ত ধারা অনুযায়ী ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ লাভ করবেন।
শিল্প দুর্ঘটনা বীমা ক্রয়
শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমার পলিসিধারী (ব্যবসা মালিক)
– বাধ্যতামূলক যোগদান
· শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইন প্রযোজ্য হয় এমন ব্যবসার মালিক হবেন শিল্পদুর্ঘটনার একজন পলিসিধারী (কর্মসংস্থান বীমা ও শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমার প্রিমিয়াম সংগ্রহ, ইত্যাদি আইনের ধারা 5 (3))।
– স্বেচ্ছায় যোগদান
·শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইন প্রযোজ্য নয় এমন ব্যবসার মালিক ইচ্ছা করলে কোরিয়া ওয়ার্কার্স কমপেনসেশন এন্ড ওয়েলফেয়ার সার্ভিসের অনুমোদনক্রমে শিল্পদুর্ঘটনার বীমা পলিসি কিনতে পারেন (কর্মসংস্থান বীমা ও শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমার প্রিমিয়াম সংগ্রহ, ইত্যাদি আইনের ধারা 5 (4))।
– কল্পিত যোগদান
· বাধ্যতামূলকভাবে শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমার আওতায় পড়েন এমন কোন ব্যবসার মালিক তার ব্যবসার আকার, ইত্যাদি পরিবর্তনের কারণে শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা বাস্তবায়নের বাইরে থেকে গেছেন, তাহলে তদনুযায়ী তারিখ থেকে ব্যবসার মালিক স্বেচ্ছায় শিল্প দুর্ঘটনা বীমা গ্রহণ করেছেন বলে গণ্য করা হবেমনে করা হবে (কর্মসংস্থান বীমা ও শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমার প্রিমিয়াম সংগ্রহ, ইত্যাদি আইনের ধারা 6 (2))।
· বাধ্যতামূলকভাবে বা স্বেচ্ছায় বীমা পলিসি কিনেছেন এমন কোন ব্যবসা মালিক তার ব্যবসা চলা অবস্থায় কোন শ্রমিককে কর্মচ্যুত করেন, তাহলে এমনকি কর্মচ্যুতির সময়কালেও, যা বেকরত্বের প্রথম দিন থেকে এক বছরের বেশি হবে না, ব্যবসা মালিক একটি শিল্প দুর্ঘটনা বীমা পলিসি গ্রহণ করেছেন বলে গণ্য করা হবে (কর্মসংস্থান বীমা ও শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমার প্রিমিয়াম সংগ্রহ, ইত্যাদি আইনের ধারা 6 (3))।
শিল্প দুর্ঘটনা বীমার সুফলভোগী (শ্রমিক)
– শিল্প দুর্ঘটনা বীমার আওতাভুক্ত কোন ব্যবসার শ্রমিক পেশাগত দুর্ঘটনার শিকার হলে শিল্প দুর্ঘটনা বীমার একজন সুফলভোগীতে পরিণত হবেন (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 1 ও 36 (2))।
– “শ্রমিক” বলতে বুঝায়, পেশা নির্বিশেষে, মজুরি আয় করার উদ্দেশ্যে কোন ব্যবসা বা কর্মক্ষেত্রে শ্রম দেন এমন কোন ব্যক্তি (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 5-এর উপঅনুচ্ছেদ 2 এবং শ্রমমান আইনের ধারা 2 (1)-এর উপঅনুচ্ছেদ 1)।
· “শ্রমিক” পরিভাষা দিয়ে মানসিক শ্রম ও শারীরিক শ্রম উভয়কে বুঝাবে (শ্রমমান আইনের ধারা 2 (1)-এর উপঅনুচ্ছেদ 3))।
· “মজুরি” বলতে বুঝায়, শিরোনাম নির্বিশেষে, মজুরি, বেতন বা অন্য যেকোন ধরনের অর্থ বা মূল্যবান বস্তু, যা কোন কাজের পারিশ্রমিক হিসেবে একজন নিয়োগকর্তা একজন শ্রমিককে দিয়ে থাকেন (শ্রমমান আইনের ধারা 2 (1)-এর উপঅনুচ্ছেদ 5))।
পেশাগত দুর্ঘটনা ও শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা’র সুবিধা
পেশাগত দুর্ঘটনা ও শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা’র সুবিধা
– শিল্প দুর্ঘটনা বীমার আওতায়ভুক্ত একটি কর্মক্ষেত্রর কোন শ্রমিক পেশাগত দুর্ঘটনার শিকার হলে তাকে শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা ‍সুবিধা (এরপর থেকে “শিল্প দুর্ঘটনা বীমা” উল্লেখ করা হবে) দেয়া হবে।
পেশাগত দুর্ঘটনা
– পেশাগত দুর্ঘটনার সংজ্ঞা
· “পেশাগত দুর্ঘটনা” বলতে বুঝায়, পেশাগত কারণে শ্রমিকের কোন জখম, রোগ, বিকলাঙ্গতা বা মৃত্যু (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 5 (1))।
– পেশাগত দুর্ঘটনা স্বীকৃতির মান
· কর্মরত অবস্থায় কোন শ্রমিকের জখম, রোগ, বিকলাঙ্গতা বা মৃত্যুর শিকার হলে বা পেশাগত রোগে আক্রান্ত হলে, তা পেশাগত দুর্ঘটনা হিসেবে গণ্য হবে (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 37 (1)-এর মূলবাক্য)।
· কর্মরত অবস্থায় দুর্ঘটনার কারণে কোন শ্রমিকের জখম, রোগ বা বিকলাঙ্গতা বা মৃত্যুর শিকার হলে বা পেশাগত রোগে আক্রান্ত হলেও, তাদের কর্তব্য পালন ও দুর্ঘটনার মধ্যে কোন সন্নিকটবর্তী কারণগত সম্পর্ক না থাকলে, তা পেশাগত দুর্ঘটনা হিসেবে গণ্য হবে না (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 37 (1)-এর অনুবিধি)।
· উপরে উল্লেখিত পেশাগত দুর্ঘটনা স্বীকৃতির সকল মান পূরণ করার পরেও তাদের ইচ্ছাকৃত কাজ, আত্ম-ক্ষতি বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে কোন শ্রমিকের জখম, রোগ, বিকলাঙ্গতা বা মৃত্যু ঘটলে তা পেশাগত দুর্ঘটনা হিসেবে গণ্য হবে না (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 37 (2)-এর মূলবাক্য)।
বীমা সুবিধা
– পেশাগত দুর্ঘটনার শিকার একজন শ্রমিক শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের বিধান অনুযায়ী বীমা সুবিধা যেমন: চিকিৎসা সেবা সুবিধা, অস্থায়ী লেঅফ সুবিধা, বিকলাঙ্গতা সুবিধা, নার্সিং সুবিধা, জীবিতদের সুবিধা, আঘাতজনিত রোগের জন্য বর্ষিক বৃত্তি, অন্ত্যেষ্টিক্রিয়া ব্যয়, বৃত্তিমূলক পুনর্বাসন সুবিধা, ইত্যাদি লাভ করবেন। (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 36 (1)-এর মূলবাক্য)।
※ যেকোন পেশাগত কারণে সৃষ্ট নিউমোকনিওসিস-এ ভুগছেন এমন কোন শ্রমিক বীমা সুবিধা যেমন: চিকিৎসা সেবা সুবিধা, নার্সিং সুবিধা, অন্ত্যেষ্টিক্রিয়া ব্যয়, বৃত্তিমূলক পুনর্বাসন সুবিধা, নিউমোকনিওসিস ক্ষতিপূরণ বর্ষিক বৃত্তি, ও নিউমোকনিওসিস-এর জন্য বর্ষিক বৃত্তি লাভ করবেন (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 36 (1)-এর অনুবিধি)।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *