প্রত্যাহার/স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ
রায়(ডিসপজিশন) পুনর্বিবেচনার জন্য অনুরোধ
– কেউ যদি তার ড্রাইভিং লাইসেন্স বা অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স বাতিল বা স্থগিত করার রায়ের ব্যাপারে অসন্তুষ্ট হন তাহলে তিনি ওই সিদ্ধান্তের ব্যাপারে নোটিশ পাওয়ার 60 দিনের মধ্যে ডিস্ট্রিক্ট পুলিশ এজেন্সির কমিশনারের কাছে আপত্তি দাখিল করতে পারেন। (সড়ক যান চলাচল আইনের ধারা 94)
※ যিনি এ ধরনের আপত্তি দালিখ করবেন তার বিরুদ্ধে নিম্নলিখিত রেকর্ডগুলো থাকা যাবে না। (সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধিতে সংযুক্ত ছক 28-1 চ)
মাতালঅবস্থায়ড্রাইভিংয়েরজন্যপ্রশাসনিকরায় | ডিমেরিটপয়েন্টজমাহওয়ারজন্যপ্রশাসনিকরায় |
-এমন কোন ব্যক্তি যিনি মাতাল অবস্থায় ড্রাইভিং করতে গিয়ে ধরা পরার পর তার রক্তে এ্যালকোহলের ঘনত্ব 0.12 শতাংশ পাওয়া গেছে-এমন কোন ব্যক্তি যিনি মাতাল অবস্থায় ড্রাইভিং করতে গিয়ে কাউকে আহত করার জন্য ধরা পড়েছেন-এমন কোন ব্যক্তি যিনি মাতাল অবস্থায় ড্রাইভিং করতে গিয়ে ধরা পরার পর পুলিশ অফিসারের কাছে সবরিয়েটি পরীক্ষায় অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন বা পুলিশ অফিসারের সঙ্গে সহিংস ব্যবহার করেছেন -এমন কোন ব্যক্তি যার বিগত 5 বছরের মধ্যে 3টি দুর্ঘটনায় কাউকে আহত করেছেন বলে রেকর্ড রয়েছে-এমন কোন ব্যক্তি যিনি মাতাল অবস্থায় ড্রাইভিং করতে গিয়ে বিগত 5 বছরের মধ্যে 1বার ধরা পড়েছেন | -এমন কোন ব্যক্তি যার বিগত 5 বছরের মধ্যে ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়েছে বলে রেকর্ড রয়েছে-এমন কোন ব্যক্তি যার বিগত 5 বছরের মধ্যে 3টি দুর্ঘটনায় কাউকে আহত করেছেন বলে রেকর্ড রয়েছে-এমন কোন ব্যক্তি বিগত 5 বছরে যার ড্রাইভিং লাইসেন্স তিন বা ততোধিকবার বাতিল হয়েছে বলে রেকর্ড রয়েছে -এমন কোন ব্যক্তি বিগত 5 বছরের মধ্যে সংশ্লিষ্ট কমিটি বা প্রশাসনিক আপিল/ট্রায়াল-এর রায়ের মাধ্যমে যার সম্পর্কে প্রশাসনিক সিদ্ধান্ত রদ হয়েছে বলে রেকর্ড রয়েছে |
প্রশাসনিক আপিলের মাধ্যমে পরিত্রাণ ব্যবস্থা
প্রশাসনিক আপিল
– প্রশাসনিক আপিলের উদ্দেশ্য হলো, প্রশাসনিক এজেন্সি কর্তৃক প্রশাসনিক আপিল প্রক্রিয়ার মাধ্যমে সরকারি ক্ষমতার অন্যায্য বা ভ্রান্তিকর রায়ের ফলে সৃষ্ট অধিকার বা স্বার্থ ক্ষুন্ন হওয়া থেকে নাগরিকদেরকে নিস্কৃতি প্রদান, এর ফলে প্রশাসনের একটি যথাযথ কর্ম অর্জিত হয় (প্রশাসনিক আপিল আইনের ধারা 1)
কোন ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে রায়-সংশ্লিষ্ট ব্যবস্থা থেকে পরিত্রাণ
– সড়ক যান চলাচল আইন অনুযায়ী দেয়া রায় হিসেবে, প্রশাসনিক আপিলের মাধ্যমে কোন সিদ্ধান্ত যেকোন প্রশাসনিক মামলা (লিটিগেশন)’র আগে আসবে (প্রশাসনিক মামলা আইনের ধারা 18 (1)-এর অনুবিধি)
প্রশাসনিক আপিলের মেয়াদ
– একটি রায় দেয়া হয়েছে বলে আপিলকারী যখন বুঝতে পারবেন তার 90 দিনের মধ্যে, অথবা কোন রায় দেয়ার 180 দিনের মধ্যে, তাকে প্রশাসনিক আপিল দায়ের করতে হবে। (প্রশাসনিক আপিল আইনের ধারা 27 (1) ও (30)-এর মূলপাঠ)
প্রশাসনিক মামলার মাধ্যমে পরিত্রাণ ব্যবস্থা
প্রশাসনিক মামলা
– “প্রশাসনিক মামলা” বলতে সরকারি আইনের আইনি সম্পর্কগুলোর মধ্যে বিরোধ দেখা দিলে তা নিস্পত্তির জন্য পরিচালিত বিচার প্রক্রিয়াকে বুঝায়।
– প্রশাসনিক মামলার উদ্দেশ্য হলো, প্রশাসনিক মামলা প্রক্রিয়ার মাধ্যমে প্রশাসনিক এজেন্সি কর্তৃক অবৈধ রায় প্রদান এবং সরকারি ক্ষমতার প্রয়োগ বা অপ্রয়োগের ফলে সৃষ্ট অধিকার বা স্বার্থ ক্ষুন্ন হওয়া থেকে নাগরিকদের সুরক্ষা দান, এবং সরকারি আইন বা আইন প্রয়োগের ওপর ভিত্তি করে অধিকার নিয়ে বিরোধের যথাযথ নিস্পত্তি নিশ্চিতকরণ। (প্রশাসনিক বিচার আইনের ধারা 1)
প্রশাসনিক মামলার আগে প্রশাসনিক আপিলের নীতি
– প্রশাসনিক বিচারের মাধ্যমে রায় না পাওয়া গেলে সড়ক যান চলাচল আইন অনুযায়ী কোন রায়ের ব্যাপারে কোন প্রশাসনিক মামলা দায়ের করা যাবে না। (সড়ক যান চলাচল আইনের ধারা 142)- সে অনুযায়ী, স্থগিত/বাতিল ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে কোন প্রশাসনিক মামলা প্রশাসনিক আপিল প্রক্রিয়ার পরে আসবে
কোন প্রশাসনিক বিচার শুরুর নির্ধারিত সময়
– ড্রাইভিং লাইসেন্স বাতিল সম্পর্কিত কোন প্রশাসনিক আপিলের ক্ষেত্রে, আপিলকারী যখন একটি রায় দেয়া হয়েছে বলে বুঝতে পারবেন তার 90 দিনের মধ্যে, অথবা কোন রায় প্রদানের 1 বছরের মধ্যে তাকে প্রশাসনিক আপিল দায়ের করতে হবে। (প্রশাসনিক আপিল আইনের ধারা 20)