ডিমেরিট পয়েন্ট, এ্যাকিউমুলেটেড পয়েন্ট, ও পেনাল্টি পয়েন্ট
ডিমেরিট পয়েন্ট
– আইন লঙ্ঘন বা ক্ষতি কতটা গুরুতর তা বোঝানোর জন্য ডিমেরিট পয়েন্ট দেয়া হয়, এবং প্রশাসনিক প্রক্রিয়াকরণের মধ্যে এর উল্লেখ করা হয় (সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধিতে সংযুক্ত টেবিল 28-1 ক-(1))
এ্যাকিউমুলেটেড পয়েন্ট
– কোন উর্ধ্বমূখি পয়েন্ট (কোন আইন লঙ্ঘন না করা বা দুর্ঘটনা না ঘটানোর জন্য 1টি নির্দিষ্ট মেয়াদে যে পয়েন্ট দেয়া হয়) থেকে জমা হওয়া ডিমেরিট পয়েন্ট বাদ দিয়ে এ্যাকিউমুলেটেড পয়েন্ট হিসাব করা হয়। (সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধিতে সংযুক্ত ছক 28-1 ক-(2)-এর মূলপাঠ)
– সঞ্চয়িত পয়েন্ট = প্রতিটি নিয়ম ভঙ্গের বা দুর্ঘটনার জন্য সঞ্চয়িত শাস্তির পয়েন্ট – অফসেট পয়েন্ট
পেনাল্টি পয়েন্ট
– কোন আইন লঙ্ঘন বা দুর্ঘটনার জন্য শাস্তি হিসেবে যে ডিমেরিট পয়েন্ট দেয়া হয় সেগুলোই পেনাল্টি পয়েন্ট। জমা হওয়া যে ডিমেরিট পয়েন্টের জন্য শান্তি প্রদান করা হয়েছে তা বাদ দিয়ে পেনাল্টি পয়েন্ট হিসাব করা হয়। (সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধিতে সংযুক্ত ছক 28-1 ক-(3))
ডিসপজিশন শাস্তির পয়েন্ট |
= সঞ্চয়িত পয়েন্ট, আগের সম্পাদিত শাস্তির পয়েন্টের মোট যোগফল |
|
= প্রতিটি নিয়ম ভঙ্গের বা দুর্ঘটনার জন্য সঞ্চয়িত শাস্তির পয়েন্ট – অফসেট পয়েন্ট, আগের সম্পাদিত শাস্তির পয়েন্টের মোট যোগফল |
ডিমেরিট পয়েন্ট প্রক্রিয়াকরণ
জমা হওয়া ডিমেরিট পয়েন্ট ব্যবস্থাপনা
– বিধি লঙ্ঘন বা কোন সড়ক দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ডিমেরিট পয়েন্ট কথিত লঙ্ঘন বা দুর্ঘটনার দিন থেকে 3 বছর পর্যন্ত জমা থাকে। (সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধিতে সংযুক্ত ছক 28-1 খ -(1))
পেনাল্টি পয়েন্ট উত্তীর্ণ হয়ে যাওয়া; উর্ধ্বমুখি পেনাল্টি পয়েন্ট
আইন লঙ্ঘন/দুর্ঘটনা-মুক্ত সময়ের পর ডিমেরিট পয়েন্টের মেয়াদ উত্তীর্ণ
– পেনাল্টি পয়েন্ট যদি 40-এর কম হয় তাহলে সর্বশেষ আইন লঙ্ঘন বা দুর্ঘটনার দিন থেকে 1 বছর পর তার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে (সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধিতে সংযুক্ত ছক 28-1 খ-(2))
দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া ড্রাইভারের রিপোর্ট পাওয়া গেলে সেক্ষেত্রে ডিমেরিট পয়েন্ট কর্তন
– ধরা যাক একজন চালক গ্রেফতার হয়েছেন (সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি ব্যতীত) মারাত্মক মানবিক ক্ষয়ক্ষতি সাধনকারী সড়ক দুর্ঘটনা ঘটানোর পর পালানোর কারণে। এই ক্ষেত্রে, অবহিতকারী প্রতিবার অবহিত করার জন্য 40 অগ্রাধিকারমূলক পয়েন্ট পাবেন এবং সংশ্লিষ্ট পয়েন্টসমূহ সঞ্চয়িত পয়েন্ট হতে কাটা যাবে যদি অবহিতকারী সময়কাল নির্বিশেষে চালকের লাইসেন্স স্থগিত বা বাতিলের কারণে শাস্তি পান। এই ক্ষেত্রে, 40-পয়েন্ট ইউনিট দিয়ে পয়েন্টগুলো বিয়োগ করা হবে [রোড ট্র্যাফিক আইনের প্রয়োগ বিধি এর সংযুক্ত ছক নম্বর 28 এর অনুচ্ছেদ 1, আইটেম B (3) A]।
ভালো ড্রাইভিংয়ের মাইলেজ প্রোগ্রাম
– ধরা যাক, চালক একটি সহিংসতা এবং দুর্ঘটনামুক্ত গাড়ি চালনার শপথ করলেন ও এক বছর ধরে সেই শপথ পালন করলেন। এই ক্ষেত্রে, প্রতি বছর শপথ মেনে চলার জন্য চালক 10 অগ্রাধিকারমূলক পয়েন্ট পাবেন এবং সময়কাল নির্বিশেষে লাইসেন্স স্থগিতের ক্ষেত্রে অগ্রাধিকারমূলক পয়েন্ট সঞ্চয়িত থেকে বিয়োগ হবে। এই ক্ষেত্রে, 10-পয়েন্ট ইউনিট দিয়ে পয়েন্টগুলো বিয়োগ করা হবে [রোড ট্র্যাফিক আইনের প্রয়োগ বিধি এর সংযুক্ত ছক নম্বর 28(1), আইটেম B (3) B]।
বিশেষ ট্রাফিক সেফটি এডুকেশন দ্বারা পেনাল্টি পয়েন্ট কর্তন ও স্থগিতের মেয়াদ (সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধিতে সংযুক্ত ছক 28-1 ঘ)
– ট্রাফিক ল’ এডুকেশন সমাপনীর পর কোন পুলিশ স্টেশনে এ বিষয়ে সার্টিফিকেট জমা দেয়া হলে 40-এর চেয়ে কম পেনাল্টি পয়েন্টধারী কোন ড্রাইভারের ওই পয়েন্ট থেকে 20 পয়েন্ট কেটে নেয়া হবে।
– যদি চালক লাইসেন্স স্থগিতের শাস্তি পান বা সুপারিশকৃত বিশেষ ট্র্যাফিক সুরক্ষা কোর্সগুলোর মধ্যে আইন পালন শিক্ষা সম্পন্ন করে থাকেন, তাহলে সেই সনদ পুলিশ সুপারিন্টেন্ডেন্টের কাছে জমা দেওয়ার পর স্থগিতের সময়কাল থেকে 20 দিন বাদ দেওয়া হবে। তবে, ধরা যাক সংশ্লিষ্ট আইন ভঙ্গের কারণে লাইসেন্স স্থগিতের সময়কাল প্রশাসনিক বিচার বা মামলার মাধ্যমে অথবা চালকের লাইসেন্স প্রশাসনিক ব্যবস্থার বিবেচনা কমিটির বিবেচনার মাধ্যমে কমানো হলো। এই ক্ষেত্রে, স্থগিতের কোনো অতিরিক্ত সময়কাল কমানো হবে না , স্থগিতাদেশ কমার কারণে 20 সঞ্চয়িত পয়েন্ট বাদ দেওয়া ছাড়া।
– স্থগিত কিংবা শীঘ্র স্থগিত হবে এমন ড্রাইভার লাইসেন্সধারী চালক তিনি একটি বিশেষ যান নিরাপত্তা শিক্ষা এবং আইন পালন শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন তা যাচাই করে এমন প্রশংসাপত্র পুলিশ স্টেশনে জমা দিয়ে তার স্থগিতাদেশের সময় থেকে 30- দিন কমিয়ে নিতে পারেন। যদি ড্রাইভার লাইসেন্স প্রশাসনিক দন্ড প্রার্থনা পর্যালোচনা কমিটি, অথবা অন্য প্রশাসনিক কর্মকান্ডের মাধ্যমে নির্দিষ্ট আইনভঙ্গের জন্য স্থগিতাদেশের সময় বিয়োজন ইতোমধ্যেই একবার প্রয়োগ হয়ে থাকে তবে অতিরিক্ত আর কোনো বিয়োজন হবে না।
মডেল ড্রাইভারদের স্থগিতাদেশ কমানো (সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধিতে সংযুক্ত ছক 28-1 ঘ)
– কোন মডেল ড্রাইভার, এমন ড্রাইভার যার কোন দুর্ঘটনার ইতিহাস নেই, অনারেবল ড্রাইভার হিসেবে স্বীকৃতি পেয়েছেন, অথবা এমন কোন ব্যক্তি যিনি ট্রাফিক সেফটি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন – এদের ক্ষেত্রে স্থগিতাদের মেয়াদ অর্ধেক কমে আসবে। তবে, সড়ক দুর্ঘটনার কারণে তার পেনাল্টি পয়েন্টে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়ে থাকলে মেয়াদ হ্রাস প্রযোজ্য হবে না।
ডিমেরিট পয়েন্ট বাতিল
কোন সড়ক দুর্ঘটনার অভিযোগ থেকে খালাস
– ধরা যাক, আদালত সড়ক দুর্ঘটনাকে (আইন ভঙ্গসহ) খালাসপ্রাপ্ত হিসেবে বিচার করলেন [নন-সাসপেনশন বা নিরপরাধের জন্য নন-ট্রান্সমিটেড বা নন-প্রসিকিউটেড মামলাসহ (তবে, পূর্বের যে নন-ট্রান্সমিটেড বা নন-প্রসিকিউটেড মামলাসমূহ আদালতের রায়ের পরে অভিযোগে রুপান্তরিত হয় সেগুলো বাদ যাবে)]। এই ক্ষেত্রে, চালকের লাইসেন্সের প্রশাসনিক ডিসপজিশন দ্রুত বাতিল হয়ে যাবে এবং সংশ্লিষ্ট দুর্ঘটনা বা আইন ভঙ্গের কারণে প্রদত্ত শাস্তির পয়েন্টও বাতিল হয়ে যাবে [রোড ট্র্যাফিক আইনের প্রয়োগ বিধি এর সংযুক্ত ছক নম্বর 28(1), আইটেম E এর মূল অংশ]।
– তবে, মানসিক অসুস্থতা, এপিলেপ্সি, ড্রাগ, মারিজুয়ানা, সাইকোট্রপিক ড্রাগ বা অ্যালকোহল সেবনের কারণে চালক নির্দোষ প্রমাণ হলে এবং সেই অনুযায়ী তার চালকের লাইসেন্স গ্রহণ করতে না পারলে শাস্তির পয়েন্টগুলো বাদ দেওয়া হবে না [রোড ট্র্যাফিক আইনের প্রয়োগ বিধি এর সংযুক্ত ছক নম্বর 28(1), আইটেম E এর অনুবিধি]।
ড্রাইভিং লাইসেন্স বাতিল বা স্থগিত নিরসন
ড্রাইভিং লাইসেন্স বাতিল বা স্থগিত নিরসনের ভিত্তি (সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধিতে সংযুক্ত ছক 28-1 চ)
– মাতাল অবস্থায় গাড়ি চালনার জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল বা স্থগিত
· যোগ্য হওয়ার জন্য, ড্রাইভিং আপনার জীবনধারণের উপায় হতে হবে, আপনাকে অন্তত 3 বছর ট্রাফিক ভলান্টিয়ার কাজে যুক্ত থাকতে হবে, অথবা কোন দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া ড্রাইভারকে গ্রেফতারে সহায়তা করার জন্য আপনার কোন পুলিশ স্টেশন প্রধান বা উর্ধ্বতন কারো সুপারিশ থাকতে হবে। এছাড়া আপনাকে কখনো নিম্মলিখিত অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হলে চলবে না।
√ রক্তে এ্যালকোহলের মাত্রা 0.1%-এর বেশি থাকা অবস্থায় ড্রাইভিং
√ মাতাল অবস্থায় ড্রাইভিং করে কোন দুর্ঘটনা ঘটানো যাতে আহত বা নিহতের ঘটনা ঘটেছে
√ কোন পুলিশ অফিসার দ্বারা ব্রেথলেইজার পরীক্ষা গ্রহণে অস্বীকৃতি; পালিয়ে যাওয়া; কোন পুলিশ অফিসারকে আঘাত করা
√ বিগত 5 বছরে 3-এর চেয়ে বেশি সংখ্যক সড়ক দুর্ঘটনা ঘটানোর ইতিহাস থাকা যেগুলোতে আহত বা নিহতের ঘটনা ঘটেছে
√ বিগত 5 বছরে মাতাল অবস্থায় ড্রাইভিংয়ের ইতিহাস থাকা
– ডিমেরিট পয়েন্ট জমা হওয়ার কারণে ড্রাইভিং লাইসেন্স বাতিল
· যোগ্য হওয়ার জন্য, ড্রাইভিং আপনার জীবনধারণের উপায় হতে হবে, আপনাকে অন্তত 3 বছর ট্রাফিক ভলান্টিয়ার কাজে যুক্ত থাকতে হবে, অথবা কোন দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া ড্রাইভারকে গ্রেফতারে সহায়তা করার জন্য আপনার কোন পুলিশ স্টেশন প্রধান বা উর্ধ্বতন কারো সুপারিশ থাকতে হবে। এছাড়া আপনাকে কখনো নিম্মলিখিত অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হলে চলবে না।
√ বিগত 5 বছরের মধ্যে ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়েছে
√ বিগত 5 বছরে 3-এর চেয়ে বেশি সংখ্যক সড়ক দুর্ঘটনা ঘটানোর ইতিহাস রয়েছে যেগুলোতে আহত বা নিহতের ঘটনা ঘটেছে
√ বিগত 5 বছরে 3-এর চেয়ে বেশি সংখ্যকবার ড্রাইভিং লাইসেন্স স্থগিত হয়েছে
√ বিগত 5 বছরে ড্রাইভিং লাইসেন্স এ্যডমিনিস্ট্রেটিভ পেনাল্টি আপিল রিভিউ কমিটি বা কোন প্রশাসনিক মামলার মাধ্যমে স্থগিত মেয়াদ কমানোর ইতিহাস রয়েছে
– নিয়মিত দক্ষতা যাচা্ই পরীক্ষা বা ড্রাইভিং লাইসেন্স নবায়ন স্থগিত করার আবেদনের পেছনে কোন অনিবার্য কারণ রয়েছে এবং তদনুসারে লাইসেন্স প্রত্যাহার বা স্থগিত করার মানদণ্ড যদি সুস্পষ্টভাবে অযৌক্তিক বলে মনে হয়
নিরসন মানদণ্ড
– কোন আইন লঙ্ঘনের শাস্তিস্বরূপ যদি ড্রা্ইভিং লাইসেন্স বাতিল হয়, তাহলে আইন লঙ্ঘনের দায়ে 110 পেনাল্টি পয়েন্ট ইস্যু করা হবে। ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হলে শাস্তি অর্ধেকে নেমে আসবে।
– যদি অতিরিক্ত শাস্তি বা সঞ্চয়িত পয়েন্টের কারণে চালকের লাইসেন্স বাতিল হয়ে যায়, তাহলে শাস্তি ও সঞ্চয়িত পয়েন্টসহ মোট ডিসপজিশন শাস্তির পয়েন্ট হবে 110।
প্রক্রিয়াকরণ
– উপরোক্ত হ্রাসের কারণসমূহের অধীন ব্যক্তিরা সাজা হওয়ার 60 দিনের ভেতরে প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে উপযুক্ত সিটি/প্রোভিন্স পুলিশ এজেন্সির কমিশনার বরাবর একটি অভিযোগ উত্থাপন করবে (স্বাভাবিক সক্ষমতা (অ্যাপ্টিট্যুড) পরীক্ষা গ্রহণ না করা বা লাইসেন্স নবায়নের জন্য আবেদন না করার কারণে চালকের লাইসেন্স বাতিলের প্রশাসনিক পদক্ষেপ স্বীকারের তারিখ)। এই বিষয়ে, সিটি/প্রোভিন্স পুলিশ এজেন্সির কমিশনার চালকের লাইসেন্স প্রশাসনিক ব্যবস্থার বিবেচনা কমিটির বিবেচনা বা বিশ্লেষণের মাধ্যমে ডিসপজিশন কমাতে পারেন।
ড্রাইভিং লাইসেন্স স্থগিতকরণের ভিত্তি
ড্রাইভিং লাইসেন্স স্থগিতকরণ
– ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন বা সড়ক দুর্ঘটনা ঘটিছেয়েন এমন কারো ড্রাইভিং লাইসেন্স নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়। (সড়ক যান চলাচল আইনের ধারা 93; সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধির ধারা 91 (1) ও সংযুক্ত ছক 28)
ড্রাইভিং লাইসেন্স স্থগিতের মানদণ্ড
ডিমেরিট পয়েন্ট ও পেনাল্টি পয়েন্ট জমা হওয়ায় ড্রাইভিং লাইসেন্স স্থগিত
– কোন 1টি আইন অমান্য বা দুর্ঘটনার জন্য আপনি যদি 40 বা ততোধিক ডিমেরিট পয়েন্ট বা পেনাল্টি পয়েন্ট পান তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হবে। (সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধির সংযুক্ত ছক 28-1 গ-(2))
ড্রাইভিং লাইসেন্স স্থগিত হওয়ার বিস্তারিত মানদণ্ড
(1) আইন লঙ্ঘনের দায়ে ডিমেরিট পয়েন্ট ইস্যু (সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধির সংযুক্ত ছক 28-3 ক)
ডিমেরিটপয়েন্ট |
আইনলঙ্ঘন |
100 |
এ্যালকোহলের প্রভাব নিয়ে ড্রাইভিং (রক্তে এ্যালকোহলের উপাদান 0.03%, 0.08%-এর কম)
যেখানে কোন যান ব্যবহার করে উপর্যুপরি শারীরিক আঘাত, ইত্যাদি (রোড র্যাগ) করার জন্য অপরাধ আইন অনুযায়ী কেউ অভিযুক্ত হন |
80 |
গতি লঙ্ঘন (ঘণ্টায় 80 কিমি এর বেশি ও 100 কিমি এর কম)। |
60 |
গতি (60কি.মি./ঘন্টারবেশি) |
40 |
অবৈধভাবে থামা/পার্কিংয়ের কারণে আইন লঙ্ঘনের দায়ে ধরা পড়লে (অগ্রসর হওয়ার জন্য কোন পুলিশ অফিসার 3 বার নির্দেশনা দেয়ার পরও আপনি যদি তা অনুসরণ করতে ব্যর্থ হন এবং এতে যান চলাচলে বিঘ্ন ঘটে, কোন গ্রুপের অংশ হিসেবে)
বেপরোয়া ড্রাইভিংয়ের জন্য ফৌজদারি অপরাধের দায়ে আটক
নিরাপদ ড্রাইভিংয়ের দায়িত্ব লঙ্ঘন (নিরাপদ ড্রাইভিংয়ের ব্যাপারে কোন পুলিশ অফিসার 3বার নির্দেশনা দেয়ার পরও আপনি যদি তা অনুসরণ করতে ব্যর্থ হন এবং বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণভাবে ড্রাইভিং করেন, কোন গ্রুপের অংশ হিসেবে)
বিঘ্ন সৃষ্টিকারী যাত্রীদের নিয়ে ড্রাইভিং
হাজিরা বা অর্থদণ্ডের জন্য নির্ধারিত তারিখের পর 60 দিনের মধ্যে কোন সামারি ট্রায়াল অনুষ্ঠিত হয়নি |
30 |
লাইন মেনে না চলা (কেবল মাঝের লাইনে অনধিকার প্রবেশের জন্য)
গতি (সর্বোচ্চ গতিসীমা 40কি.মি/ঘন্টা বা সির্বনিম্ন গতিসীমা 60কি.মি/ঘন্টা)
অবৈধভাবে রেলসড়ক অতিক্রম করা
শিশুদের স্কুল বাসে বিশেষ সুরক্ষার নিয়ম লঙ্ঘনকারী চালকরা।
শিশুদের স্কুল বাসের নির্ধারিত দায়িত্ব অমান্যকারী চালক (ঐ চালকদের ছাড়া যারা শিশুদেরকে সিটবেল্ট বাঁধার আদেশ দেয় না)।
হাইওয়ে/ ভেহিকেল রোডের লেন শোল্ডারের মধ্যে ড্রাইভিং
হাইওয়ের বাস লেন বা মাল্টি-প্যাসেঞ্জার লেন-এর মধ্যে ড্রাইভিং
কোন পুলিশ অফিসার ড্রাইভিং লাইসেন্স বা আইডি দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হলে |
15 |
ট্রাফিক লাইট বা সিগন্যালিং অমান্য
গতি (সর্বোচ্চ গতিসীমা 20কি.মি/ঘন্টা বা সির্বনিম্ন গতিসীমা 40কি.মি/ঘন্টা)
গতি (কোন স্কুলজোনে সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে সর্বোচ্চ গতিসীমা 20কি.মি/ঘন্টা)
আরেকটি গাড়ি অতিক্রম করার নিষেধাজ্ঞা লঙ্ঘন (সময় ও স্থান)
ভারের সীমা বা মালামালের পতন প্রতিরোধের নিয়ম লঙ্ঘনকারী চালকরা।
ড্রাইভিংকালে সেলফোন ব্যবহার
দৃশ্যমান স্থানে ভিডিও প্রদর্শনকারী চালকরা।
গাড়ি চালানো অবস্থায় ভিডিও ডিসপ্লে টার্মিনাল পরিচালনাকারী চালকরা।
অডোমিটার ছাড়া গাড়ি ড্রাইভিং |
10 |
লেন লঙ্ঘন (সাইডওয়াকে ড্রাইভিং, অবৈধ পথচারি পারাপার)
নির্ধারিত লেন লঙ্ঘন (নিষিদ্ধ কোন এলাকায় মোড় নেয়া বা লেন পরিবর্তন করাসহ)
কোন পাবলিক রোডের বাস লেনে অবৈধভাবে ড্রাইভিং
নিরাপদ দূরত্ব রক্ষায় ব্যর্থ হওয়া (অবৈধভাবে মোড় ঘোরা বা লেল পরিবর্তনসহ)
আরেকটি যান (পদ্ধতি) অতিক্রম করার ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘন
পথচারিদের রক্ষা করতে ব্যর্থ হওয়া (স্টপ লেন লঙ্ঘনসহ)
যাত্রীদেরকে পড়ে যাওয়া থেকে রক্ষার কোন ব্যবস্থা নিতে ব্যর্থতা
নিরাপদ ড্রাইভিংয়ের দায়িত্ব লঙ্ঘন
রাস্তায় বিবাদের কারণে যানবাহন বা ঘোড়ার চলাচলে বাধা
পাথর, কাঁচের বোতল, লোহার পিণ্ডের মতো কোন বস্তু সড়কে ছুড়ে ফেলা যা কোন ব্যক্তি, যান বা ঘোড়া আহত বা ক্ষতি করতে পারে
চলন্ত অবস্থায় কোন যান বা ঘোড়া থেকে কোন বস্তু সড়কে ছুড়ে ফেলা |
(2) দুর্ঘটনারজন্যডিমেরিটপয়েন্টইস্যু (সড়কযানচলাচলআইনেরবলবৎবিধিরসংযুক্তছক28–3খ-(2))
শ্রেণীবিভাগ |
ডিমেরিটপয়েন্ট |
বিস্তারিত |
দুর্ঘটনারফলেআহতবানিহত |
প্রতিটিমৃত্যুরজন্য |
90 |
দুর্ঘটনার72ঘন্টারমধ্যেমৃত্যু |
প্রত্যেকগুরুতরআহতেরজন্য |
15 |
ভিকটিমকে 3 সপ্তাহ বা তারচে বেশি সময় চিকিৎসা নিতে হবে বলে যদি ডায়গনসিসে ধরা পড়ে |
প্রত্যেকসামান্যআহতেরজন্য |
5 |
ভিকটিমকে 3 সপ্তাহ বা তারচে বেশি সময় চিকিৎসা নিতে হবে বলে যদি ডায়গনসিসেভিকটিমকে 5 দিনের বেশি এবং 3 সপ্তাহের কম চিকিৎসা নিতে হবে বলে যদি ডায়গনসিসে ধরা পড়েধরা পড়ে |
আঘাতপ্রাপ্তিরপ্রত্যেকরিপোর্টেরজন্য |
2 |
ভিকটিমকে 5 দিনের কম চিকিৎসা নিতে হবে বলে যদি ডায়গনসিসে ধরা পড়ে |
(3) কোন দুর্ঘটনার পর সহায়তা প্রদানে ব্যর্থতার জন্য ডিমেরিট পয়েন্ট ইস্যু (সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধির সংযুক্ত ছক 28-3 খ-(2))
দায়িত্ব পালনে অবহেলা |
শাস্তির পয়েন্ট |
বিষয়বস্তু |
ট্র্যাফিক দুর্ঘটনা ব্যবস্থা
অমান্য করা |
15 |
শারীরিক ক্ষতিকারী দুর্ঘটনা ঘটানোর পর যদি চালক পালিয়ে যায়। |
30 |
যদি চালক দুর্ঘটনা ঘটানোর পর দ্রুত আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করা বা স্বেচ্ছায় নিজের দুর্ঘটনা ঘটানোর কথা অবহিত করার মতো পদক্ষেপ না নেয়।
চালক যদি নিজের দুর্ঘটনা ঘটানোর কথা স্বেচ্ছায় তিন ঘণ্টার ভেতরে ri অথবা dong ডিস্ট্রিক্ট এর হাইওয়ে, বিশেষ সিটি, মেট্রোপলিটান সিটি বা গানে (gun) (মেট্রোপলিটান সিটির অধীনে গান (gun) ব্যতীত) অবস্থিত পুলিশকে অবহিত করে। |
60 |
চালক যদি নিজের দুর্ঘটনা ঘটানোর কথা স্বেচ্ছায় তিন ঘণ্টার ভেতরে অবহিত না করে, কিন্তু ঘটনার 48 ঘণ্টার ভেতরে স্বেচ্ছায় অবহিত করে। |
পেনাল্টি পয়েন্ট ও স্থগিতাদেশের মেয়াদ হ্রাস (সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধির সংযুক্ত ছক 28-1 ঘ)
– স্পেশাল ট্রাফিক সেফটি এডুকেশন দ্বারা পেনাল্টি পয়েন্ট ও স্থগিতাদেশের মেয়াদ হ্রাস
· 40টির কম জরিমানা পয়েন্ট থাকা একজন চালক বিশেষ যান নিরাপত্তা শিক্ষাতে অংশগ্রহণের মাধ্যমে 20 পয়েন্ট কমাতে পারেন; যে তারিখে থানার প্রধানকে একটি শিক্ষা প্রশংসাপত্র জমা দেওয়া হবে সে তারিখ থেকে 20 পয়েন্ট কমানো হবে।
· মডেল ড্রাইভারদের স্থগিতের শাস্তি পান বা বাধ্যতামূলক বা সুপারিশকৃত বিশেষ ট্র্যাফিক সুরক্ষা কোর্সগুলোর মধ্যে (উৎসাহিত করা হয়) আইন পালন শিক্ষা সম্পন্ন করে থাকেন, তাহলে সেই সনদ পুলিশ সুপারিন্টেন্ডেন্টের কাছে জমা দেওয়ার পর স্থগিতের সময়কাল থেকে 20 দিন বাদ দেওয়া হবে। তবে, ধরা যাক সংশ্লিষ্ট আইন ভঙ্গের কারণে লাইসেন্স স্থগিতের সময়কাল প্রশাসনিক বিচার বা মামলার মাধ্যমে অথবা চালকের লাইসেন্স প্রশাসনিক ব্যবস্থার বিবেচনা কমিটির বিবেচনার মাধ্যমে কমানো হলো। এই ক্ষেত্রে, স্থগিতের কোনো অতিরিক্ত সময়কাল কমানো হবে না , স্থগিতাদেশ কমার কারণে 20 সঞ্চয়িত পয়েন্ট বাদ দেওয়া ছাড়া।
· স্থগিত কিংবা শীঘ্র স্থগিত হবে এমন ড্রাইভার লাইসেন্সধারী চালক তিনি মাঠ অংশগ্রহণ শিক্ষা, বিশেষ যান নিরাপত্তা শিক্ষা এবং আইন পালন শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন তা যাচাই করে এমন প্রশংসাপত্র পুলিশ স্টেশনে জমা দিয়ে তার স্থগিতাদেশের সময় থেকে 20- দিন কমিয়ে নিতে পারেন। যদি ড্রাইভার লাইসেন্স প্রশাসনিক দন্ড প্রার্থনা পর্যালোচনা কমিটি, অথবা অন্য প্রশাসনিক কর্মকান্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট আইনভঙ্গের জন্য স্থগিতাদেশের সময় বিয়োজন ইতোমধ্যেই একবার প্রয়োগ হয়ে থাকে তবে অতিরিক্ত আর কোনো বিয়োজন হবে না।
– মডেল ড্রাইভারদের স্থগিতাদেশ কমানো
– কোন মডেল ড্রাইভার, এমন ড্রাইভার যার কোন দুর্ঘটনার ইতিহাস নেই, অনারেবল ড্রাইভার হিসেবে স্বীকৃতি পেয়েছেন, অথবা এমন কোন ব্যক্তি যিনি ট্রাফিক সেফটি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন – এদের ক্ষেত্রে স্থগিতাদের মেয়াদ অর্ধেক কমে যাবে। তবে, সড়ক দুর্ঘটনার কারণে তার পেনাল্টি পয়েন্টে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়ে থাকলে মেয়াদ হ্রাস প্রযোজ্য হবে না।
– স্থগিতাদেশের মেয়াদ হিসাব করার ক্ষেত্রে কোন গ্রেড বা শ্রেণী নেই
– স্থগিতাদেশের মেয়াদ হিসাব করার ক্ষেত্রে কোন গ্রেড বা শ্রেণী বিবেচনা করা হয় না। কোন মূল স্থগিতাদেশ এবং কোন অতিরিক্ত স্থগিতাদের মেয়াদ যোগ করে 1 বছরের বেশি হতে পারবে না।
ড্রাইভিং লাইসেন্স স্থগিতের পদ্ধতি
চালকের লাইসেন্স স্থগিতের রায় (ডিসপজিশন)
– কোন স্থগিত হওয়া ড্রাইভিং লাইসেন্স অবশ্যই সড়ক যান চলাচল কর্তৃপক্ষকে ফেরত দিতে হবে। নির্ধারিত স্থগিতাদেশের মেয়াদ শেষ হলে তা ড্রাইভারকে ফেরত দেয়া হয়। (সড়ক যান চলাচল আইনের ধারা 138 (1) ও 95 (3))
স্থগিতাদেশের বিজ্ঞপ্তি
– সিটি/প্রোভিন্স পুলিশ এজেন্সির কমিশনার চালকের লাইসেন্স স্থগিতাদেশ সম্পাদন করার আগে জড়িত ব্যক্তিকে ডিসপজিশনের বিষয়বস্তু, মন্তব্য জমাদানের শেষ তারিখ, ডিসপজিশনের কারণ ও প্রশাসনিক পরীক্ষা ফাইল করার সময়কাল সম্পর্কে আগাম নোটিশ দেবেন।
ড্রাইভিং লাইসেন্স ফেরত দান
– এক বা একাধিক আইন লঙ্ঘনের জন্য যদি 40 বা ততোধিক ডিমেরিট পয়েন্ট জমা হয়, তাহলে দোষী ড্রাইভার তার ড্রাইভিং লাইসেন্স স্থগিতের ব্যাপারে একটি নোটিশ পাবেন। দোষী ড্রাইভার একটি বিবৃতি দিতে পারেন, এবং তাকে অবশ্যই তার ড্রাইভিং লাইসেন্স ফেরত দিতে হবে। (সড়ক যান চলাচল আইনের ধারা 95 (1); সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধির ধারা 91 (1) এবং সংযুক্ত ছক-28)
অস্থায়ী ড্রাইভিং সার্টিফিকেট
– অগ্রিম নোটিশ পাওয়ার পরও চালক তার লাইসেন্স ফেরত দিতে অস্বীকার করলে তাকে KRW 30,000 জরিমানার নোটিশ প্রদান করা হতে পারে (রোড ট্র্যাফিক আইন এর ধারা 95 এবং রোড ট্র্যাফিক আইন প্রয়োগের অধ্যাদেশ” এর সংযুক্ত ছকের 7,(70))।
ড্রাইভিং লাইসেন্স বাতিলের ভিত্তি
ড্রাইভিং লাইসেন্স বাতিল
– কোন ড্রাইভার ড্রাইভিংয়ের মৌলিক বিধিবিধান লঙ্ঘন করলে ডিস্ট্রিক্ট পুলিশ এজেন্সির কমিশনার ওই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে পারবেন। (সড়ক যান চলাচল আইনের ধারা 93)
ড্রাইভিং লাইসেন্স বাতিলের মানদণ্ড
জমা হওয়া ডিমেরিট পয়েন্ট ও পেনাল্টি পয়েন্টের ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স বাতিল
– কোন একটি লঙ্ঘন বা দুর্ঘটনার কারণে পেনাল্টি পয়েন্ট লাভ অথবা 1 বছরে জমা হওয়া ডিমেরিট পয়েন্ট নিচের ছবে দেখানো সংখ্যায় উন্নিত হলে আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে। (সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধিতে সংযুক্ত ছক-28-1 গ-(1))
মেয়াদ |
পেনাল্টিপয়েন্টবাজমাহওয়াডিমেরিটপয়েন্ট |
1বছর |
121বাবেশি |
2বছর |
201বাবেশি |
3বছর |
271বাবেশি |
ড্রাইভিং লাইসেন্স বাতিলের ভিত্তি (সড়ক যান চলাচল আইনের ধারা 93; সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধির ধারা 91 এবং সংযুক্ত ছক-28-2)
সংখ্যা |
ড্রাইভিংলাইসেন্সবাতিলেরভিত্তি |
বিস্তারিত |
1 |
দুর্ঘটনা ঘটানো এবং ভিকটিমকে সহায়তা দানে ব্যর্থ হওয়া |
এমন সড়ক দুর্ঘটনা ঘটানো যাতে আহত ও নিহত হয়েছে এবং ভিকটিমদেরকে সহায়ত প্রদান করা হয়নি |
2 |
এ্যালকোহলের প্রভাব নিয়ে ড্রাইভিং |
– এ্যালকোহলের প্রভাব নিয়ে ড্রাইভিং (রক্তে এ্যালকোহলের উপাদান 0.05% বা বেশি)- এ্যালকোহলের গুরুতর প্রভাব নিয়ে ড্রাইভিং (রক্তে এ্যালকোহলের উপাদান 0.1% বা বেশি)- এ্যালকোহলের প্রভাব নিয়ে ড্রাইভিংয়ের ঘটনা দু‘বারের বেশি ঘটেছে; ব্রেথলেইজার পরীক্ষা গ্রহণে অস্বীকৃতি এবং এ্যালকোহলের প্রভাব নিয়ে আবারো ড্রাইভিং (রক্তে এ্যালকোহলের উপাদান 0.05% বা বেশি) |
3 |
এ্যালকোহলের প্রভাব থাকার পরও ব্রেথলেইজার পরীক্ষা গ্রহণে অস্বীকৃতি |
স্পষ্টত এ্যালকোহলের প্রভাব নিয়ে ড্রাইভিং করার পরও কোন পুলিশ অফিসারের কাছ থেকে ব্রেথলেইজার পরীক্ষা গ্রহণে অস্বীকৃতি |
4 |
আরেক ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স ধার দেয়া (চুরি/ হারানে ছাড়া) |
– কোন ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি তার লাইসেন্স আরেক ব্যক্তিকে ড্রাইভিং করার জন্য দিয়েছেন- কোন ড্রাইভার আরেক ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স ধার করেছে, বা ড্রাইভিংয়ের জন্য অবৈধ কোন উপায়ে ড্রাইভিং লাইসেন্স অর্জন করেছেন। |
5 |
অযোগ্যতার ভিত্তি |
– মানসিক ব্যাধি বা মানসিক বিকাশ ব্যাহত করে যেমন: ডিমনেশিয়া, সিজোফ্রেনিয়া, সিজোটাইপাল পারসনালিটি ডিজঅর্ডার, বাইপোলার এ্যাফেক্টিভ ডিজঅর্ডার, বা ডিপ্রেসিভ ডিজঅর্ডার; অন্যান্য বৈকল্য যা নিরাপদ ড্রাভিংয়ের সামর্থ্য বিনষ্ট করে বলে চিকিৎসাগতভাবে নিরূপন করা হয়েছে, যেমন মৃগী রোগ।
– অন্ধ (এক চোখ অন্ধ ব্যক্তি – বৃহৎ যানের 1ম শ্রেণী ও বিশেষ লাইসেন্সের ক্ষেত্রে)
– বধির (বৃহৎ যানের 1ম শ্রেণী ও বিশেষ লাইসেন্সের ক্ষেত্রে)
– দুই বাহুর কনুইয়ের জয়েন্টে সমস্যা; দুই বাহু পুরোপুরি অকেজো। তবে ড্রাইভারের বিশেষ কোন শারীরিক প্রতিবন্ধকতার উপযোগী করে ডিজাইন করা ও অনুমোদিত কোন যান স্বাভাবিকভাবে ড্রাইভ করতে সক্ষম এমন কারো ক্ষেত্রে ব্যতিক্রম করা যেতে পারে।
– পা, মাথা, পিঠ, ইত্যাদিতে সমস্যার কারণে বসতে অক্ষম এমন কেউ- নারকটিক, মারিজুয়ানা, সাইকোটোমিমেটিক এজেন্ট বা এ্যালকোহলজনিত প্রতিবন্ধকতার কারণে যাদেরকে স্বাভাবিক ড্রাইভিংয়ে অক্ষম বলে কোন ডাক্তার মনে করেন |
6 |
নিষিদ্ধ মাদকের প্রভাব নিয়ে ড্রাইভিং |
(নারকটিক, মারিজুয়ানা, সাইকোটোমিমেটিক এজেন্ট, টলুইন, এসিড ইথাইল, বা মিথাইল এলকোহল বা থিনার যাতে পূর্বোল্লেখিত যেকোন একটি উপাদান রয়েছে যেমন: এডহেসিভ, বেলুন, পেইন্ট বা বিউটেন গ্যাস, ইত্যাদি) মাদক সেবন, ইনহেলিং বা ইনজেকটিংয়ের কারণে স্বাভাবিক ড্রাইভিংয়ে সমস্যা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রয়েছে এমন অবস্থায় ড্রাইভিং |
6-2 |
বেপরোয়া ড্রাইভিং |
বেপরোয়া ড্রাইভিং হলো সড়ক যান চলাচল আইনের 46 (1) ধারার লঙ্ঘন, এর জন্য গ্রেফতার |
6-3 |
বিপজ্জনক ড্রাইভিং |
বিপজ্জনক ড্রাইভিং হলো সড়ক যান চলাচল আইনের 46 (3) ধারার লঙ্ঘন, এর জন্য গ্রেফতার |
7 |
নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষায় ব্যর্থতা অথবা 1 বছরে নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণে ব্যর্থতা |
নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষায় ব্যর্থতা, অথবা নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ না করে নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষার তারিখের পর 1 বছর পার করা |
8 |
এলোমেলো দক্ষতা যাচাই পরীক্ষায় ব্যর্থতা অথবা নির্ধারিত সময়ের মধ্যে এলোমেলো দক্ষতা যাচাই পরীক্ষায় অংশ গ্রহণে ব্যর্থতা |
অনিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে বা নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পারা |
10 |
এ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি মেয়াদের মধ্যে ড্রাইভিং |
স্থগিতড্রাইভিংলাইসেন্সনিয়েডাইভিং |
11 |
জালিয়াতি বা অবৈধ উপায়ে ড্রাইভিং লাইসেন্স অর্জন |
– জালিয়াতি বা অবৈধ উপায়ে ড্রাইভিং লাইসেন্স অর্জন।- ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য হওয়ার পরও ড্রাইভিং লাইসেন্স অর্জন- ড্রাইভিং লাইসেন্স স্থগিত থাকাকালে ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্সের বিকল্প কোন সার্টিফিকেট অর্জন |
12 |
অনিবন্ধিত যান অথবা অস্থায়ী নিবন্ধন নেই এমন কোন যান ড্রাইভিং |
নিবন্ধন বা অস্থায়ী নিবন্ধন নেই এমন কোন মটরযান ড্রাইভিং (দুই-চাকার যান বাদ দিয়ে), অটোমোবাইল ম্যানেজমেন্ট আইনের লঙ্ঘন |
12-2 |
যেখানে কোন যান ব্যবহার করে উপর্যুপরি শরীরিক আঘাত, ইত্যাদি (রোড র্যাগ) করার জন্য অপরাধ আইন অনুযায়ী কেউ অভিযুক্ত হন |
কোন যান ব্যবহার করে উপর্যুপরি শরীরিক আঘাত, বিশেষ ভীতি প্রদর্শন, অথবা বিশেষ ধ্বংস ও ক্ষতি সাধনের জন্য অপরাধ আইন অনুযায়ী কাউকে গ্রেফতার করা হলে |
13 |
অপরাধের কাজে মটর যান ব্যবহার |
– জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন করে অপরাধ সংঘঠনের জন্য যান ব্যবহার- ফৌজদারি আইন লঙ্ঘন করে অপরাধ সংঘঠনের জন্য যান ব্যবহার · খুন, লাশ ফেলে যাওয়া, অগ্নিসংযোগ · ডাকাতি, ধর্ষণ, জবরদস্তিমূলক অভদ্র আচরণ · অপহরণ, লুটপাট, আটকে রাখা · অভ্যাসগত চুরি (কেবল যদি চুরি করা পণ্য গাড়িতে পরিবহণ করা হয়) · যান চলাচলে বিঘ্ন ঘটানো (কোন গ্রুপের অংশ হয়ে যদি এমন অপরাধ করা হয়) |
14 |
চুরি করা বা আরেক ব্যক্তির যান জোরপূর্বক ছিনিয়ে নেয়া |
ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি যদি কোন চুরি করা যান ড্রাইভ করেন। |
15 |
আরেক ব্যক্তির পক্ষে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশগ্রহণ |
ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি যদি জালিয়াতির আশ্রয় নিয়ে আরেক ব্যক্তির পক্ষে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেন |
16 |
ড্রাইভার কর্তৃক পুলিশ অফিসারকে আঘাত করা |
ড্রাইভার কর্তৃক দায়িত্ব পালনরত কোন পুলিশ অফিসার বা নগর/কাউন্টি/ডিস্ট্রিক্ট কর্মকর্তাকে আঘাত করার জন্য গ্রেফতার |
17 |
কোন শিক্ষার্থীর পারমিট বাতিলের ভিত্তি |
1ম শ্রেণীর নিয়মিত ড্রাইভিং লাইসেন্স অথবা 2য় শ্রেণীর নিয়মিত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগেই যদি কোন শিক্ষার্থীর পারমিট বাতিলের কারণ ঘটে (এমনকি কোন শিক্ষার্থীর পারমিট বাতিলের প্রক্রিয়া চলা অবস্থায় সে 1ম শ্রেণীর নিয়মিত ড্রাইভিং লাইসেন্স অথবা 2য় শ্রেণীর নিয়মিত ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলেও) |
ড্রাইভিং লাইসেন্স বাতিলের প্রক্রিয়া
বাতিলের আগে নোটিফিকেশন
– ডিস্ট্রিক্ট পুলিশ এজেন্সির কমিশনার কোন লাইসেন্স স্থগিত হওয়ার কারণ ও স্থগিত করার সমসয়সূচি এবং যে সময়সীমার মধ্যে এ ব্যাপারে আপত্তি জানানো যাবে সে সম্পর্কে লাইসেন্সধারীকে অবশ্যই অবহিত করবেন। যাতে সংশ্লিষ্ট ড্রাইভার সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রশাসনিক মামলা দায়ের করতে পারেন। (সড়ক যান চলাচল আইনের ধারা 93 (4)-এর মূলপাঠ)
– নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ বা ড্রাইভিং লাইসেন্স নবায়নে ব্যর্থতার কারণে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে চলে, তাহলে আপনি নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা বা ড্রাইভিং লাইসেন্স নবায়নের তারিখ থেকে 10 মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স শর্তাধীন বাতিলের একটি নোটিশ পাবেন। সেক্ষেত্রে, ড্রাইভিং লাইসেন্স শর্তাধীন বাতিলের নোটিশটি ড্রাইভিং লাইসেন্স বাতিলের সাধারণ প্রক্রিয়ায় ইস্যু করা ড্রাইভিং লাইসেন্স বাতিলের নোটিশের মতো একই রকম কাজ করবে। (সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধির ধারা 93 (4) –এর অনুবিধি)
ড্রাইভিং লাইসেন্স ফেরত দান
– আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হলে যে এলাকায় আপনার লাইসেন্স বাতিলের ঘটনা ঘটেছে সেই এলাকা যে ডিস্ট্রিক্ট পুলিশ এজেন্সির এক্তিয়ারে পড়েছে তার কমিশনারের কাছে লাইসেন্স বাতিল হওয়ার 7 দিনের মধ্যে আপনাকে অবশ্যই লাইসেন্স ফেরত দিতে হবে। (সড়ক যান চলাচল আইনের ধারা 95 (1)-1)
সাময়িক ড্রাইভিং সার্টিফিকেট
– ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে চলেছে এমন কেউ তার ড্রাইভিং লাইসেন্স ফেরত দানের পর 1টি সাময়িক ড্রাইভিং সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন।(সড়ক যান চলাচল আইনের ধারা 91 (1)-3; সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধির ধারা 88 (1) ও সংযুক্ত ফর্ম 79)
ড্রাইভিং লাইসেন্সের জন্য পুনরায় আবেদন
অযোগ্যতা মেয়াদ শেষ হওয়ার পর আবেদন
– আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হলে, এর সঙ্গে যুক্ত অযোগ্যতা মেয়াদের মধ্যে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার জন্য আপনাকে অবশ্যই অযোগ্যতা মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। (সড়ক যান চলাচল আইনের ধারা 82 (2)-এর মূলপাঠ)
বিশেষ আবশ্যক ট্রাফিক সেফটি এডুকেশন ক্লাস নেওয়া
– আপনার অযোগ্যতা মেয়াদ অবসানের পর কোন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে অবশ্যই বিশেষ আবশ্যক ট্রাফিক সেফটি এডুকেশন সম্পন্ন করতে হবে। (সড়ক যান চলাচল আইনের ধারা 73 (2))
বিশেষ আবশ্যক ট্রাফিক সেফটি এডুকেশন যাদের জন্য প্রযোজ্য এবং যাদের জন্য মুলতবি
শিক্ষা যাদের জন্য প্রযোজ্য
– যারা নিচের যেকোনো একটি শ্রেণির আওতাধীন হয় তাঁদেরকে লেকচার, অডিও-ভিস্যুয়াল বা মাঠ পর্যায়ের অনুশীলনীমূলক ক্লাসের মাধ্যমে 3 থেকে সর্বোচ্চ 16 ঘণ্টার বিশেষ আবশ্যক ট্রাফিক সেফটি এডুকেশন সম্পন্ন করতে হবে, যা পরিচালনা করবেন সড়ক পরিবহন কর্তৃপক্ষ (সড়ক পরিবহন আইনের প্রথমার্ধের ধারা 73 (2) এবং এর বলবৎকরণ ডিক্রির ধারা 38 (2) ও (3)):
1. যারা নতুন একটি ড্রাইভিং লাইসেন্স পেতে ইচ্ছুক তাঁদের মধ্য থেকে যাদের ড্রাইভিং লাইসেন্সটি বাতিল করা হয়েছে (বিশেষ করে যাদের ড্রাইভিং লাইসেন্সটি সড়ক পরিবহন আইনের ধারা 93 (1)-9, 20-এর অধীনস্থ হওয়ার কারণে বাতিল করা হয়েছে);
2. যাদের ড্রাইভিং লাইসেন্সটি সড়ক পরিবহন আইনের ধারা 93 (1)-1, 5, 5-2, 10, বা 10-2-এর অধীনস্থ হওয়ার কারণে স্থগিত করা হয়েছে এবং এখনও স্থগিত রয়েছে;
3. যারা ড্রাইভিং লাইসেন্স বাতিল বা স্থগিতাদেশ থেকে মুক্ত হয়েছেন (সড়ক পরিবহন আইনের ধারা 93 (1)-1, 5, 5-2, 10 বা 10-2-এর অধীনে পড়ার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স স্থগিতাদেশের মধ্যে সীমিত রয়েছে, তবে মুক্ত হওয়ার দিন থেকে এখনও এক মাস অতিবাহিত হয়নি;
4. যাদের স্থগিতাদেশের সময় এখনও অতিক্রান্ত হয়নি তাঁদের মধ্য থেকে যাদের ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়েছে বা যারা নতুন চালক
※ নতুন বা শিক্ষানবিশ চালকের সংজ্ঞা
· যাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ তাঁদের প্রথম ড্রাইভিং লাইসেন্স পাওয়ার দিন থেকে 2 বছরের কম (অথবা তাঁদের প্রথম ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার দিন থেকে 2 বছর অতিক্রান্ত হওয়ার পূর্বে তাঁদের ড্রাইভিং লাইসেন্সটি স্থগিত করার পর যেই দিন থেকে একটি নতুন ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয়েছে)। এই ক্ষেত্রে, যারা প্রাথমিকভাবে শুধুমাত্র একটি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পেয়েছে, কিন্তু পরে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ছাড়াও একটি ড্রাইভিং লাইসেন্স পেয়েছে, তাঁরা সড়ক পরিবহন আইনের ধারা 2-27-এর অধীনে তাঁদের প্রথম ড্রাইভিং লাইসেন্স পেয়েছে বলে বিবেচনা করা হবে।
শিক্ষা মুলতবি রাখা
– যখন 4 নং ধারার 2 নং উপধারার অধীনে থাকা কোনো ব্যক্তি নিম্নলিখিত যেকোনো কারণে বিশেষ আবশ্যক ট্রাফিক সেফটি এডুকেশন গ্রহণে সক্ষম না হন, তবে তিনি বিশেষ আবশ্যক ট্রাফিক সেফটি এডুকেশন মুলতবি রাখার জন্য যখন আবেদন করবেন (ফর্ম নং 27 সড়ক পরিবহন আইনের বলবৎকরণ ডিক্রিতে যুক্ত করা হয়েছে), এবং কারণ দর্শানো প্রমাণাদি পেশ করবেন (সড়ক পরিবহন আইনের শেষার্ধের ধারা 73 (2), তা বলবৎকারী ডিক্রির প্রথমার্ধের ধারা 38 (5) এবং এটি বলবৎকারী বিধির ধারা 46 (6)) তখন শিক্ষা মুলতবি করা হতে পারে।
· যখন ঐ ব্যক্তি অসুস্থতা বা আঘাতের কারণে নড়াচড়া করতে সক্ষম না হন;
· যখন ঐ ব্যক্তি গ্রেফতার থাকেন বা আইনি আদেশ অনুযায়ী শারীরিক নড়াচড়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে থাকে; বা
· যখন ঐ ব্যক্তিকে সন্দেহাতীতভাবে যৌক্তিক কারণ রয়েছে বলে শনাক্ত করা হয়
– যখন বিশেষ আবশ্যক ট্রাফিক সেফটি এডুকেশন মুলতবি করা হয়, তখন পুলিশ প্রধান বিশেষ আবশ্যক ট্রাফিক সেফটি এডুকেশন মুলতবি রাখার বিষয়ে একটি প্রত্যয়নপত্র প্রদান করেন (ফর্ম নং 28 সড়ক পরিবহন আইনের বলবৎকরণ বিধিতে যুক্ত করা হয়েছে) (সড়ক পরিবহন আইনের বলবৎকারী বিধির ধারা 46 (7))।
– বিশেষ আবশ্যক ট্রাফিক সেফটি এডুকেশন মুলতবি করা হয়েছে এমন যেকোনো ব্যক্তি কারণটি তামাদি হয়ে যাওয়ার 30 দিনের মধ্যে শিক্ষাটি গ্রহণ করবেন। (সড়ক পরিবহন আইনের বলবৎকারী বিধির ধারা 38 (5))।
শিক্ষা গ্রহণে ব্যর্থতার জন্য শাস্তি/জরিমানা
– সড়ক পরিবহন আইনের 93 নং ধারা অনুযায়ী যাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে এবং তাঁদের অযোগ্যতার সময়কাল শেষ হয়ে যাওয়ার পরও ড্রাইভিং লাইসেন্স বাতিল করার পর বিশেষ আবশ্যক ট্রাফিক সেফটি এডুকেশন গ্রহণ করতে ব্যর্থ হয়েছে (সড়ক পরিবহন আইনের ধারা 82 (3)) তাঁদের জন্য ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে না।
– ধারা 73 (2)-2, 3, 4, ধারা 156-1, এবং ধারা 162 (1), এবং ধারা 93 (1) এবং এর বলবৎকারী ডিক্রির সংযুক্ত সারণী 8-এর উপধারা 67)-এর অধীনে কোনো ব্যক্তি বিশেষ আবশ্যক ট্রাফিক সেফটি এডুকেশন গ্রহণে ব্যর্থ হলে নিম্নলিখিত জরিমানা আরোপ করা হবে।
· পূর্ববর্তী 5 বছরে অ্যালকোহলের প্রভাবাধীন থাকা অবস্থায় আটক হওয়ার পর যে ব্যক্তিকে পুনরায় মাতাল অবস্থায় (DUI) আটক হওয়ার কারণে বা স্থগিত করার সময়কাল অতিক্রান্ত হওয়ার পূর্বে যিনি বিশেষ আবশ্যক ট্রাফিক সেফটি এডুকেশন গ্রহণ করতে ব্যর্থ হওয়ার কারণে যাদের ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়েছে: KRW 60,000
· অন্যান্য ঘটনা: KRW 40,000
যারা বিশেষ ট্রাফিক সেফটি এডুকেশন ক্লাস সুপারিশের আওতাভুক্ত
যারা এডুকেশন ক্লাসের আওতাভুক্ত
– নিম্নলিখিত ঘটনাগুলোর আওতায় পড়লে ব্যক্তিরা পরামর্শমূলক 3 ঘণ্টা থেকে 16 ঘণ্টার বিশেষ ট্র্যাফিক সুরক্ষা সম্পর্কিত কোর্সটি গ্রহণ করতে পারেন যদি সিটি/প্রোভিন্স পুলিশ এজেন্সির কমিশনারের ক্লাসে যোগদান করেন। কোর্সটিতে লেকচার, অডিও-ভিজুয়াল যন্ত্রপাতি বা ফিল্ড ট্রিপের মাধ্যমে পাঠদান করা হতে পারে (রোড ট্র্যাফিক আইন এর ধারা 73(3) এবং রোড ট্র্যাফিক আইন প্রয়োগের অধ্যাদেশ এর ধারা 38, (2) ও (3) )।
· যাদের ড্রাইভিং লাইসেন্সটি সড়ক পরিবহন আইনের ধারা 73 (2)-2,4-এ বর্ণিত কারণগুলো ব্যতীত অন্যান্য কারণসহ যানবাহন সম্পর্কিত অবস্থা লঙ্ঘন করার কারণে স্থগিত করা হবে বা হয়েছে
· যানবাহন সম্পর্কিত অবস্থা লঙ্ঘন করার কারণে যাদের ড্রাইভিং লাইসেন্স স্থগিত করার সম্ভাবনা রয়েছে
· সড়ক পরিবহন আইনের 73 (2)-2, 3, 4 ধারার অধীনে থাকার কারণে যারা বিশেষ আবশ্যক ট্রাফিক সেফটি এডুকেশন সম্পন্ন করেছেন
· ড্রাইভিং লাইসেন্স পাওয়া ব্যক্তিদের মধ্যে শিক্ষা গ্রহণের কাঙ্ক্ষিত দিনে যাদের বয়স 65 বছর বা তার বেশি
আবশ্যক ও সুপারিশকৃত বিশেষ ট্রাফিক সেফটি এডুকেশন ক্লাস কার্যকরীকরণ
শিক্ষার বিষয় অবহিতকরণ
– ধরা যাক, সিটি/প্রোভিন্স পুলিশ এজেন্সির কমিশনার বা পুলিশ সুপারিন্টেন্ডেন্ট চালকের লাইসেন্স স্থগিত বা বাতিলের নোটিশ প্রেরণ বা ইস্যু করলেন (রোড ট্র্যাফিক আইনের প্রয়োগ বিধি এর সংযুক্তি ফরম নম্বর 82)। এই ক্ষেত্রে, কমিশনার বা পুলিশ সুপারিন্টেন্ডেন্ট চালককে বাধ্যতামূলক বা পরামর্শমূলক বিশেষ ট্র্যাফিক সুরক্ষা কোর্সের ব্যাপারে অবহিত করবেন (রোড ট্র্যাফিক আইনের প্রয়োগ বিধি এর ধারা 46(3) )।
শিক্ষা কার্যকরীকরণ ও সম্পাদন
– সড়ক পরিবহন আইনের বলবৎকারী বিধির সংযুক্ত সারণী 16-এর উপধারা 2 অনুযায়ী, বিশেষ আবশ্যক ট্রাফিক সেফটি এডুকেশনকে অ্যান্টি-ড্রাঙ্ক ড্রাইভিং এডুকেশন, কেয়ারিং ড্রাইভিং এডুকেশন ও স্ট্যাচু-কমপ্লায়েন্স এডুকেশন (আবশ্যক) হিসেবে ছোট ছোট অংশে বিভক্ত করে পরিচালনা করা হয়, অন্যদিকে সুপারিশকৃত ট্রাফিক সেফটি এডুকেশনকে স্ট্যাচু-কমপ্লায়েন্স এডুকেশন (সুপারিশকৃত), পেনাল পয়েন্ট রিডাকশন এডুকেশন, ফিল্ড পার্টিসিপেশন এডুকেশন এবং সিনিয়র সিটিজেনস ড্রাইভিং এডুকেশন হিসেবে ছোট ছোট অংশ বিভক্ত করা হয়।
– যখন বিশেষ আবশ্যক বা সুপারিশকৃত ট্রাফিক সেফটি এডুকেশন সম্পন্ন করা হয়, তখন শিক্ষার একটি প্রত্যয়নপত্র (ফর্ম নং 25 সড়ক পরিবহন আইনের বলবৎকরণ বিধিতে যুক্ত করা হয়েছে) ইস্যু করা হবে (সড়ক পরিবহন আইনের বলবৎকারী বিধির ধারা 46 (4))।