৫: বীমা সুবিধার শ্রেনী বিভাগ

Spread the love

보험급여 종류

বীমা সুবিধার শ্রেনী বিভাগ

○ (요양급여) 업무상 부상 또는 질병으로 4일 이상 치료가 필요한 경우 국내 의료

기관에서 치료 제공 (মেডিকেল কেয়ার বেনিফিট) কাজের সময় আঘাত ও রােগাক্রান্ত হয়ে ৪দিনের অধিক চিকিৎসার প্রয়ােজন হলে এদেশের মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা প্রদান।

○ (휴업급여) 업무상 부상 또는 질병을 치료하기위해 취업하지 못한 기간에 대해 1

38 230 70% 2|B (অসুস্থজনিত ছুটির বেনিফিট) কাজের সময় আঘাত ও রােগাক্রান্ত হয়ে চিকিৎসার জন্য কাজ করতে না পারা পর্যন্ত ১ জনের এভারেজ বেতরের ৭০% প্রদান করা।

※ 상병보상연금: 요양을 시작한지 2년이 지났어도 부상 또는 질병이 치유되지 않고,

그 상태가 법에서 정한 폐질등급기준에 해당될 때 휴업급여 대신 지

(d) 27 যুহী 7] ] [৪ ৬০ ) শারীরিক ক্ষতিপুরণ: মেডিকেল কেয়ার শুরু করা ২বছর পার হলেও আঘাত ও রােগের চিকিৎসা শেষ

হয়নি, এঅবস্থা আইনে নির্ধারিত দুরারােগ্য ব্যাধির আওতায় পড়লে অসুস্থজনিত ছুটির বেনিফিটের পরিবর্তে প্রদান করা (নির্ধারিত আইনের আওতায় পড়তে হবে)।

O ( 2) SJ HS EL 2 # 9 1] E7) + lzF B০ Hি 485B(14

등급으로 구분)에 따라 장해급여 지급 (শারীরিক অক্ষমতার বেনিফিট) কাজের সময় আঘাত ও রােগের চিকিৎসা শেষ হওয়ার পর শারীরিক সমস্যা থেকে গেলে শারীরিক অক্ষমতার গ্রেডে (১৪ গ্রেডের মধ্যে) অনুসারে অর্থ প্রদান করা হয়।

※ 간병급여: 업무상 부상 또는 질병의 치료가 끝난 후 의학적으로 간병이 필요하여 실

제로 간병을 받는 경우 간병급여 지급 (শুশ্রুষার সুবিধা) কাজের সময় আঘাত ও রােগের চিকিৎসা শেষ হওয়ার পর ডাক্তারি সেবা শুশ্রুষার প্রয়ােজন হলে সত্যিকারে সেবা শুশ্রুষা গ্রহনের ক্ষেত্রে শুশ্রুষার ফি পাওয়া যাবে।

○ (유족급여 및 장의비) 근로자가 업무상 사유로 사망한 경우 유족에게 유족급여를

지급하며, 장제 실행자에게는 장의비 지급 (মৃত্যুর জন্য পাওয়া অর্থ এবং লাশ দাফনের ফি) শ্রমিক কাজ করতে গিয়ে মারা যাওয়ার ক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপুরণ প্রদান এবং যিনি লাশ দাফনের কাজ করবেন তাকে দাফনের ফি প্রদান করা।

보험급여 일시지급 제도) < 이 이 ATICAN In >

요양중인 외국인 산재근로자가 조기에 본국으로 귀국하고자 하는 경우 향후 청 구 사유가 발생할 것으로 예상되는 요양급여, 휴업급여(상병보상연금), 장해급 여의 보험급여를 한번에 청구하여 지급받을 수 있음 (단, 출국이 치료에 지장이 없다는 의학적 소견이 있어야 함)

মেডিকেল কেয়ার গ্রহনকারী বিদেশী দুর্ঘটনার প্রথম দিকে দেশে ফিরে যেতে চাইলে ভবিষ্যতে দাবীর কারণ দেখা দিলে পত্যাশিত মেডিকেল কেয়ার বেনিফিট, অসুস্থজনিত ছুটির বেনিফিট (শারীরিক ক্ষতিপুরণের অর্থ), শারীরিক অক্ষমতার ক্ষতিপুরণ বীমার অর্থ একবারে দাবী করে পাওয়া যেতে পারে (দেশে ফিরে যাওয়ায় চিকিৎসায় কোন সমস্যা নাই ডাক্তারের এমন রিপাের্ট থাকতে হবে)।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *