কোরিয়ান বীমা তথ্য :
সিলবি বোহম(실비보험)
কোরিয়াতে যারা কাজ করছেন তারা কেবল স্বাস্থ্যবীমা(의료보험)ও দূর্ঘটনাবীমা(산재보험) দুইটি বীমাই করে থাকেন।
দূর্ঘটনাবীমাটা(산재보험) শুধু কাজ করা অবস্থায় কোন এক্সিডেন্ট হলে কার্যকর।
কিন্তু আপনি যদি কাজের বাহিরে কোন এক্সিডেন্ট করেন সেক্ষেত্রে দূর্ঘটনাবীমাটা(산재보험)কাজ করবে না।
সাধারণত আজকাল আমরা কাজের বাহিরে প্রায়ই এক্সিডেন্ট করি।
আপনি যদি কাজের বাহিরে আঘাত প্রাপ্ত হন, তখন কি করবেন?
স্বাস্থ্যবীমা(의료보험) থাকায় আপনার কিছু বিল মাপ করা হবে কিন্তু বাকিটা আপনাকে পরিশোধ করতে হবে। যদি স্বাস্থ্যবীমা ছাড়াও সিলবি বোহম(실비보험) আপনার করা থাকতো, তাহলে কি হতো?
বাড়তি সিলবি বোহমের(실비보험) কারনে আপনার হাসপাতালের বিল স্বাস্থ্যবীমার অংশ কাটার পরও কমপক্ষে ৮০~৯০% মাফ করা হবে।
মনে করুন আপনার হাসপাতালের বিল ১০ লক্ষ উওন আসলো তাহলে আপনাকে মাত্র ১~২ লক্ষ উওন পরিশোধ করতে হবে। স্বাস্থ্যবীমার পাশাপাশি সিলবি বোহম (실비보험) থাকলে আপনার হাসপাতালের বিল নিয়ে দুঃশ্চিন্তা একেবারে থাকবে না।
এখানে শুধুই এক্সিডেন্ট বা ব্যথা পেলে কি হবে সেটা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে।
কিন্তু যদি আপনি কোন কারনে অসুস্থ হয়ে পড়েন? তখন কি হবে?
এটাতেও আপনার সানজে বোহম(산재보험) কোন কাজ করবে না। সুতরাং হাসপাতালের অতিরিক্ত বিল আপনাকেই পরিশোধ করতে হবে।
কেন অধিকাংশ কোরিয়ানদের আরো কিছু ব্যক্তিগত বীমা থাকে?
কেন কোরিয়ানরা দেশের বাইরে থাকলেও কোরিয়ায় তাদের ব্যক্তিগত বীমাগুলো ঠিকই পরিচালনা করে?
কারন কোরিয়াতে তাদের ইন্সুরেন্স খরচ তুলনামূলক কম, অপরদিকে সুবিধা অনেক বেশি।
আজকের পোস্ট টি অনেক বড় কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য একবার হলেও পড়া উচিত।