০ শিল্প দূর্ঘটনা ক্ষতিপূরণ বীমা কি?
– শিত্ব দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা হলাে কোরিয়ার একটি সামাজিক বীমা। এ বীমার আওতায় কোম্পানির কাজের কারনে কর্মী জখম হলে বা রােগ হলে এবং সে ক্ষত্রে ৪ দিন বা
ভভােধিক সম্যধরে তার চিকিৎসা ও শারীরিক যত্ন প্রযােজন হলে সে কর্মীর চিকিৎসার ব্যবস্থা, চিকিৎসাকালীন সময়ের জন্য গড় বেতনের ৭০% প্রদান, মৃত্যু হলে পােষ্যভাতা প্রদান করা হয়। – বৈধ বসবাসকারী বা অবৈধ বসবাসকারী নির্বিশেষে সকল বিদেশী কর্মী কোরিয়ান নাগরিকের সমভাবে বীমা দাবির আবেদন করতে পারে এবং ক্ষতিপুরণ পেতে পারে। বীমার আবেদনে মালিক সহযােগীতা না করলেও কমী বীমা দাবির আবেদন করতে পারে।
– স্বদেশ প্রত্যাবর্তনের পর কোম্পানির কাজ জনিত রােগ সৃষ্টি হলে নিজ দেশে এইচআরডি কোরিয়ার ইপিএস সেন্টারের মাধ্যমে কোরিয়া ওয়ার্কার্স কম্পেনসেশন এন্ড ওযেলফেয়ার সার্ভিস (গল্লো বােকচি গােংদান) শিল্প দুর্ঘটনা বীমা দাবি ও ক্ষতি পূরণ পাওয়া যায়।
০স্বদেশ প্রত্যাবর্তনকারী বিদেশী কর্মীর শিল্প দূর্ঘটনা ক্ষতিপূরণ বীমা দাবির প্রক্রিয়া
– বিদেশী কর্মী ইপিএস সেন্টারে শিত্ব দুর্ঘটনা ক্ষতিপুরণ বীমা সম্পর্কে পরামর্শ গ্রহন করার পর সেখানে সংরক্ষিত চিকিৎসা ও শারীরিক যত্ন ভাতার আবেদনপত্র পূরণ করে জমা (ইপিএস সেন্টার → গল্লো বােকটি গােংদান)
– গল্লোবােকটি গােংদান দুর্ঘটনার কারণ ও কাজ সম্পর্কে তদন্ত করে সিদ্ধান্ত নিবে এটি শিল্প দুর্ঘটনা ছিল কিনা
০বিদেশী কর্মীর শিল্প দূর্ঘটনা ক্ষতিপূরণ বীমা দাবির আবেদনপত্র পূরণের পদ্ধতি
– 1 কোম্পানিতে যােগদানের তারিখ, ডিউটি টাইম, সপ্তাহে কত দিন কাজ হ্য, কত দিন যাবত কাজ করা হল, তেবিশ্রামের সময়, খাওযার সম্ 3ে অতীত চাকরির অভিজ্ঞতা (কোম্পানির নাম, কি কাজ করা হত, কত দিন কাজ করা হযেছিল), ও উচ্চতা ও দেহের ওজন, 5 অতীত রােগ ও দুর্ঘটনার রেকর্ড আছে কিনা ৫ ব্যাযাম ও শখ বশতঃ কি করা হয Cধুমপান ও মদপানের অভ্যাস আছে কিনা & কাজের বিবরণ (টাইম স্লট অনুযায়ী), এ দুর্ঘটনা বা রােগের লক্ষন কিভাবে দেখা দিল, @ চাক্ষুস সাক্ষীর পরিচয়, ৫ লক্ষণ দেখা যাওয়ার পর কোন চিকিৎসালয়ে যাওয়া হযেছিল, ঐ আপনার মত রােগে ভুগেছিল এমন সহকর্মী আছে কিনা, & কোম্পানি থেকে চিকিৎসা খরচ বা কর্ম বিরতি ভাতা নিয়েছেন কিনা বিস্তারিত লিখে জমা দিন (প্রযােজনে আলাদা কাগজে লেখা যাবে)
০বীমা দাবি নিষ্পত্তি পক্রিয়া
“চিকিৎসা ও শারীরিক যত্ন ভাতার আবেদনপত্র জমা
→
দুর্ঘটনা তদন্ত 1)
।
কোম্পানির কাজ জনিত দুর্ঘটনা কিনা সিদ্ধান্ত 2)
বীমা দাবি নিত্তির ফলাফল অবহিত করণ (ইপিএস সেন্টার → কর্মী)
০বীমা ভাতার প্রকারভেদ
কোম্পানির কাজ জনিত দুর্ঘটনায় ৪দিন বা তার বেশি সমযধবে চিকিৎসা প্রযােজন হ্য, এমন ক্ষেত্রে কোরিয়া সরকার চিকিৎসা ও শারীরিক যত্ন ভাতা
কর্তৃক নির্ধারিত চিকিৎসালযে চিকিৎসার ব্যবস্থা
কর্ম বিরতি ভাতা
কোম্পানির কাজ জনিত জখম বা রােগ চিকিৎসার কারনে যে কদিন কাজ করা সম্ভব হয নি সে ক’দিনের বিপরীতে গড় বেতনের ৭০% প্রদান
ওখম ও রােগের পেনশন
ক্ষতিপুরন | ২ বছর পুর্বে চিকিৎসা ও শারীরিক যত্ন আরম্ভ করা হয়েছে অথচ অথম বা রােগ এখনাে নিরাময় হ্যনি এবং সে
অবস্থাটা আইন নির্ধারিত নিরাময়যোগ্য স্ট্যান্ডার্ডে অন্তর্ভুক্ত হলে কর্ম বিরতি ভাতার পরিবর্তে প্রদান।
জখম বা রােগ চিকিৎসার পর প্রতিবন্ধি থেকে গেলে, সেটা প্রতিবন্ধীদের ১৪টি ক্যাটাগরির মধ্যে যে ক্যাটাগরিতে প্রতিবন্ধি ভাতা
অন্তর্ভুক্ত হবে সে অনুযায়ী প্রতিবন্ধী ভাতা প্রদান। পােষ্যভাতা ও দাফল (অন্তেষ্টি মৃত কর্মীর শােকার্ত পরিবারকে পােষ্য ভাভা (এককালীন) প্রদান এবং দাফন (অন্তেষ্টিক্রিয়া সম্পাদনকারীকে দাফন ক্র্যিা) ভাতা
ভাতা প্রদান।
বাংলাদেশ ইপিএস সেন্টার
– ঠিকানা : কোরিয়া প্রজাতন্ত্র দুতাবাস, ৪মাদানি এভেন্যু, বারিধারা, ঢাকা-১২১২, বাংলাদেশ
– ফোন : ০২-৯৮৮-১৯২৫
1) দুর্ঘটনা তদন্তের প্রক্রিয়ায় মালিক বা শ্রমিকের নিকট কাজের বিবরণ জানতে চাওয়া বা আরাে কাগজ পত্র চাওয়া হতে পারে। এবং সে ক্ষেত্রে বীমা দাবি নিষ্পত্তি কিছুটা বিলম্ব হতে
2)কোম্পানির কাজ জনিত রােগের চিকিৎসা ও শারীরিক যত্ন ভাতার আবেদন করলে সংশ্লিষ্ট কমিটিই সিদ্ধান্ত নেয় এটি কর্ম জনিত রােগ কিনা