অনেকেই আমাদের কাছে জানতে চান কিভাবে অবসর ভাতার হিসাব করা হয়।
অতি সহজে কিভাবে অবসর ভাতা হিসেব করা যায় তার গানিতিক সূত্র দেয়া হলো। তবে দেশে ছুটিতে গেলে বা অন্য কোন কারনে ছুটি কাটালে সেটা মোট কর্মদিবস থেকে বাদ যাবে।
মোট অবসর ভাতা থেকে স্যামসাং এর অংশ বাদ দিলেই মালিকের অংশ বের হবে। স্যামসাং এর অংশ দেখতে EPS আইডির মাধ্যমে দেখা যায় । শেষ ৯০ দিনে বা শেষ তিন মাসে যত বেশী ওভারটাইম কাজ করা হবে অবসর ভাতা (মালিকের অংশ) তত বেশী বেড়ে যাবে ।
নিজে হিসেব না পারলে কোম্পানি/নোদুংবু/ফরেন সাপোর্ট সেন্টারের মাধ্যমেও হিসেব করে নেয়া যাবে।
তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যটি শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিতে পারেন তাতে আপনার বন্ধুরাও দেখে নিতে পারবে।
অবসর ভাতার হিসাব আনুমানিক
আনুমানিক
A : সর্বশেষ তিন মাসের বেতন যোগ করে ৩ দিয়ে ভাগ = গড় বেতন
B: গড় বেতন গুণ মোট কর্মদিবস
C: ফলাফল ভাগ ৩৬৫=মােট অবসর ভাতা
মােট অবসর ভাতা = (স্যামসাংয়ের অংশ + মালিকের অংশ)
(১) প্রথমে শেষ তিন মাসের (৯০দিন) বেতন যােগ করবেন। যােগফল যা
আসবে সেটাকে ৩ দিয়ে ভাগ করবেন।
(২)এরপর কোম্পানিতে মােট কতদিন কাজ করেছেন হিসেব করে দিন বের
করবেন।যত দিন কাজ করেছেন সেটাকে ৩৬৫ দিয়ে ভাগ করবেন।
(৩) এক নাম্বারে যে ফল আসছে সেটার সাথে দুই নাম্বারে যে ফল আসছে এই দুইটা গুণ করবেন। যা আসবে এটাই মােট অবসর ভাতা।
মােট অবসর ভাতা থেকে স্যামসাং যা দিবে সেটা বাদ দিলে বাকি যা থাকবে সেটা কোম্পানি দিবে।